ডেস্ক রিপোর্ট

১৯ সেপ্টেম্বর ২০২১, ১১:১২ অপরাহ্ণ

‘পরিবেশবিধ্বংসী সকল প্রকল্প বাতিলের দাবি’

আপডেট টাইম : সেপ্টেম্বর ১৯, ২০২১ ১১:১২ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকারবিডি ডেস্ক:: পরিবেশবিধ্বংসী সকল প্রকল্প বাতিলের দাবিতে প্রাণ-প্রকৃতি রক্ষা আন্দোলনের বিক্ষোভ অনুষ্ঠিত। আজ রবিবার (১৯ সেপ্টেম্বর) বিকালে রাজধানীর পুরানা পল্টন মোড়ে এই বিক্ষোভ কর্মসূচি পালিত হয়।

সভায় বক্তাগণ বলেন, সরকার চট্টগ্রামের সিআরবি, কক্সবাজারের শুকনাছড়ি, গাইবান্ধার সাহেবগঞ্জ বাগদা ফার্ম সহ বিভিন্ন স্থানে হাসপাতাল ও ভবন নির্মাণের নামে পরিবেশ ধ্বংস করার উদ্যোগ নিয়েছে। তারও আগে সোহরাওয়ার্দী উদ্যানে গাছ কেটে রেস্টুরেন্ট ও ভবন বানানোর প্রকল্প হাতে নেয় সরকার। তখন সকলের প্রতিবাদের মুখে তা বন্ধ হলেও আবার গাছ কাটার কথা শোনা যাচ্ছে। এরকম বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভবন নির্মাণের নামে পরিবেশবান্ধব গাছগুলি কেটে ফেলা হচ্ছে। এরকম একটি গাছ কাটতে গিয়ে গাছে থাকা শতাধিক পাখির ছানা মাটেতে পড়ে মারা যায়।

বক্তারা এসব ঘটনার তীব্র নিন্দা জানান। সুন্দরবন ধ্বংসের কাজ সরকার অব্যাহত রেখেছে। অথচ এই বন আমাদের ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষা করে। বক্তারা পরিবেশ ধ্বংসের সকল অপ তৎপরতা বন্ধের দাবি জানান।

ছাত্র ইউনিয়নের সভাপতি মো. ফয়েজ উল্লাহর সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন যুব ইউনিয়নের সাধারণ সম্পাদক খান আসাদুজ্জামান মাসুম, ক্ষেতমজুর সমিতির সহ সাধারণ সম্পাদক অর্ণব সরকার, যুব ইউনিয়ন ঢাকা দক্ষিনের সভাপতি গোলাম রাব্বী খান, ঢাকা উত্তরের প্রচার সম্পাদক অনিন্দ্য দ্বীপ, হকার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক সেকেন্দার হায়াত, ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক দীপক শীল, বেসরকারি বিশ্ববিদয়ালয় সংসদের সভাপতি মুক্ত রেজোয়ান।

সভায় সভাপতির বক্তব্যে ফয়েজ উল্লাহ বলেন, উন্নয়নের নামে সরকার প্রাণ-প্রকৃতির বিরুদ্ধে দাঁড়াচ্ছে। সারা পৃথিবীর মানুষ যখন জলবায়ু পরিবর্তনের কারণে হুমকির সম্মুখীন এবং জলবায়ু রক্ষায় সোচ্চার তখন বাংলাদেশ সরকার প্রায় প্রতিটি উন্নয়ন প্রকল্প করছে প্রকৃতি ধ্বংস করে। প্রকৃতি ধ্বংস করে কখনো প্রকৃত উন্নয়ন সাধিত হতে পারেনা। তিনি সরকারকে এসব প্রাণ-প্রকৃতি বিধ্বংসী প্রকল্প থেকে সরে আসার আহ্বান জানান।

অধিকারবিডি/প্র.পা

শেয়ার করুন