ডেস্ক রিপোর্ট
২৪ আগস্ট ২০২১, ১:৫০ অপরাহ্ণ
গাইবান্ধা প্রতিনিধি:: নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্র গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত।
মঙ্গলবার (২৪ আগস্ট, ২০২১) সকাল ১১টায় গাইবান্ধা শহরের ১নং ট্রাফিক মোড়ে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে এক বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
সমাবেশে অধ্যাপক রোকেয়া খাতুনের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশের সাম্যবাদী আন্দোলনের জেলা সদস্যসচিব মনজুর আলম মিঠু, গাইবান্ধা কলেজিয়েট সরকারী মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক আফরোজা বেগম লিলি, বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের জেলা সাধারন সম্পাদক প্রভাষক হালিমা খাতুন, পারুল বেগম, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের জেলা সংগঠক শামিমআরা মিনা প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, ১৯৯৫ সালের ২৪ আগষ্ট দিনাজপুরের দশমাইলে ১৪ বছরের কিশোরী ইয়াসমিনকে কতিপয় পুলিশ সদস্য ধর্ষন করে এবং চলন্ত পুলিশ ভ্যান থেকে ফেলে দিয়ে হত্যা করে। বিচারের দাবীতে আন্দোলন করতে গিয়ে শহীদি আত্মদান করে আরো ৭জন মানুষ। ধর্ষক চার পুলিশ সদস্যের ফাঁসি হলেও আন্দোলনকারী ৭ জনের হত্যাকান্ডের সুষ্ঠু বিচার আজও হয়নি। নারী-শিশু নির্যাতন-ধর্ষন ও হত্যা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। ঘরে-বাইরে, কর্মক্ষেত্রে কোথাও নারীরা নিরাপদ নয়। সম্পত্তিতে নারীর সমান অধিকার নেই। সিনেমা-নাটক-বিজ্ঞাপনে নারীকে ভোগ্যপণ্য হিসেবে উপস্থাপন করা হচ্ছে।
সমাবেশে বক্তারা বলেন, মৌলবাদী-ধর্মান্ধরা নারীদের ফতোয়া দিয়ে ঘরে আটকে রাখতে চায়। এসবই হয় রাষ্ট্রীয় পৃষ্টপোষকতায়। নেতৃবৃন্দ অবিলম্বে নারী-শিশু নির্যাতন-ধর্ষন ও হত্যা বন্ধে কার্যকর আইন প্রণয়ন-প্রয়োগসহ যথাযত উদ্যোগ গ্রহন করার জন্য সরকারের প্রতি দাবী জানান। তারা অভিনেত্রী পরিমনিকে গ্রেফতার ও হয়রানী করার তিব্র নিন্দা জানিয়ে অবিলম্বে মুক্তি দাবী করেন।
বক্তাগন বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের সকল আন্দোলনে সর্বস্তরের মানুষকে অংশগ্রহণ করার আহবান জানান।