ডেস্ক রিপোর্ট

১৮ আগস্ট ২০২১, ৯:২৪ অপরাহ্ণ

২৪ ঘণ্টায় আরও ৩ লাখ ৭৯ হাজার জন টিকা নিলেন

আপডেট টাইম : আগস্ট ১৮, ২০২১ ৯:২৪ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: সারাদেশে করোনা টিকা গ্রহণকারীর সংখ্যা দুই কোটি ২১ লাখ ছাড়িয়েছে। তাদের মধ্যে প্রথম ডোজের টিকা নিয়েছেন ১ কোটি ৫৯ লাখ ৭৭ হাজার ৭১২ জন। আর ৬১ লাখ ২৯ হাজার ৫৪০ জন নিয়েছেন দ্বিতীয় ডোজের টিকা।

এ নিয়ে মোট টিকা গ্রহণকারীর সংখ্যা ২ কোটি ২১ লাখ ৭ হাজার ২৫২ জন হলো।

বুধবার (১৮ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের পরিচালক এমআইএস ও লাইন ডিরেক্টর (এইচআইএস অ্যান্ড ই-হেলথ) স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

সবশেষ গত ২৪ ঘণ্টায় প্রথম ডোজের মোট টিকা গ্রহণ করেছেন ১ লাখ ৭৯ হাজার ৭৫৮ জন। তাদের মধ্যে পুরুষ ৯৫ হাজার ৫২৩ জন ও নারী ৮৪ হাজার ২৩৫ জন। এ নিয়ে দেশে প্রথম ডোজ গ্রহণকারীর সংখ্যা বেড়ে ১ কোটি ৫৯ লাখ ৭৭ হাজার ৭১২ জন হয়েছে।

একই দিনে দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন ১ লাখ ৯৯ হাজার ৩৪৪ জন। তাদের মধ্যে পুরুষ ১ লাখ ১৪ হাজার ৫১১ জন ও নারী ৮৪ হাজার ৮৩৩ জন। এ নিয়ে দ্বিতীয় ডোজের টিকা গ্রহণকারীর সংখ্যা দাঁড়িয়েছে ৬১ লাখ ২৯ হাজার ৫৪০ জন।

এদিকে ১১ আগস্ট বিকেল সাড়ে ৫টা পর্যন্ত দেশে করোনাভাইরাসের টিকা গ্রহণ করতে নিবন্ধনকারীর সংখ্যা বেড়ে ২ কোটি ৯৫ লাখ ৬২ হাজার ৫৫১ জনে দাঁড়িয়েছে।

 

শেয়ার করুন