ডেস্ক রিপোর্ট
১৮ আগস্ট ২০২১, ১১:০১ অপরাহ্ণ
নারায়ণগঞ্জ প্রতিনিধি:: করোনা মোকাবিলায় সরকার চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে মন্তব্য করে সরকারের পদত্যাগ চেয়েছে বাম গণতান্ত্রিক জোট।
দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে করণীয় বিষয়ে নারায়ণগঞ্জ জেলা বাম গণতান্ত্রিক জোটের নেতৃবৃন্দে সাথে আজ বুধবার বিকাল ৫ টায় জেলা বাসদ কার্যালয়ে অনুষ্ঠিত সভায় কেন্দ্রীয় নেতৃবৃন্দ এই মন্তব্য করেন।
বামজোট ও বাসদ নারায়ণগঞ্জ জেলা সমন্বয়ক নিখিল দাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাম জোটের কেন্দ্রীয় সমন্বয়ক বাসদ নেতা বজলুর রশিদ ফিরোজ, সিপিবির কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য সাজ্জাদ জহীর চন্দন, বাংলাদেশে সমাজতান্ত্রিক আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক হামিদুল হক, বাসদ মার্কসবাদী কেন্দ্রীয় নেতা জহিরুল ইসলাম।
জেলা নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন কমিউনিস্ট পার্টি জেলা সভাপতি হাফিজুল ইসলাম, বাসদ নারায়ণগঞ্জ জেলা ফোরামের সদস্য আবু নাঈম খান বিপ্লব, গণসংহতি আন্দোলনের জেলা সমন্বয়ক তরিকুল সুজন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির জেলার সভাপতি মাহমুদ হোসেন, দুলাল সাহা,
অঞ্জন দাস, রাশিদা আক্তার, কাঞ্চন।
কেন্দ্রীয় নেতৃবৃন্দ বলেন, করোনা মোকাবিলায় সরকার চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে। সরকারের চরম অব্যবস্থাপনা, সমন্বয়হীনতা, দুর্নীতি, লুটপাট, করোনা সংক্রমণ ও মৃত্যু বাড়িয়ে দিয়েছে। ৮০ ভাগ মানুষকে টিকা দেয়ার ঘোষণা দিয়েছে সরকার। এটি বাস্তবায়ন করতে গেলে ২৬ কোটি ডোজ টিকা লাগে। অথচ এ পর্যন্ত সরকার ৬ কোটি টিকা পাওয়ার আশ্বাস পেয়েছে। বাকিটা কীভাবে আসবে এর কোন নিশ্চয়তা নেই। গত ১৭ মাসের উপরে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। শিক্ষা প্রতিষ্ঠান খোলার জন্য সরকারের কোন রোডম্যাপ নেই। এই করোনাকালে ৭০ ভাগ মানুষের আয় কমে গিয়েছে। নিম্ন আয়ের মানুষদের জন্য খাদ্য সহায়তা, রেশনিং প্রয়োজন। এক্ষেত্রেও সরকারের উদ্যোগ নেই। করোনা পরিস্থিতিতে যেখানে কর্মসংস্থান কমে গিয়েছে। সেখানে নতুন কর্মক্ষেত্র তৈরি না করে উল্টো রাষ্ট্রায়ত্ত্ব পাট কারখানা ও চিনি কারখানা বন্ধ করে দিয়েছে। প্রায় ৬০ হাজার শ্রমিক ও কর্মজীবীর পেটে লাথি মেরেছে। সরকারের অন্যায় অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদী কথা বন্ধ করতে ডিজিটাল নিরাপত্তা আইনের মতো কালো আইন
তৈরি করেছে। যে আইনে গ্রেফতার হয়ে লেখক মুশতাককে কারাগারে মরতে হয়েছে।
নেতৃবৃন্দ আরও বলেন, ভোটবিহীন অবৈধ সরকারের জনগণের প্রতি কোন দায় নেই। ফলে জনগণের স্বার্থের বিপক্ষেই সরকার পরিচালিত হচ্ছে। সরকারের বিরুদ্ধে জনগণের ক্ষোভকে অন্য দিকে সরাতে পরিমনি ইস্যু তৈরি করেছে। বর্তমান চরম ফ্যাসিবাদী আওয়ামী সরকারকে ক্ষমতা থেকে উচ্ছেদ করতে রাজপথে আন্দোলন গড়ে তোলার জন্য জনগণের প্রতি উদাত্ত আহ্বান জানান।
নেতৃবৃন্দ বামজোটের শরীক সংগঠন বাসদের উপজেলা কার্যালয়ে হামলাকারী ঝুটসন্ত্রাসী সুমন ও জুয়ারি জাহাঙ্গীরসহ সকল সন্ত্রাসীদের গ্রেফতার ও শাস্তি এবং বামজোট ও বাসদ নেতা আবু নাঈম খান বিপ্লব, শ্রমিক ফ্রন্ট নেতা সেলিম মাহমুদ ও সাইফুল ইসলাম শরীফের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা
মামলা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান।