ডেস্ক রিপোর্ট

১৪ আগস্ট ২০২১, ৮:২৩ অপরাহ্ণ

পরীমনির মুক্তির দাবিতে ঢাকায় বিক্ষুব্ধ নাগরিকজনের সমাবেশ

আপডেট টাইম : আগস্ট ১৪, ২০২১ ৮:২৩ অপরাহ্ণ

শেয়ার করুন

সজিব তুষার, ঢাকা:: ঢাকাই সিনেমার আলোচিত অভিনেত্রী পরীমনির মুক্তির দাবিতে জাতীয় প্রেস ক্লাব এলাকায় বিক্ষোভ সমাবেশ পালন করেছে দেশের বিভিন্ন রাজনৈতিক দল ও পেশাজীবী জনগণ।

আজ শনিবার (১৪ আগস্ট) বিকাল ৫ টায় বিক্ষুব্ধ নাগরিকজন ব্যানারে এ বিক্ষোভ সমাবেশ আয়োজিত হয়।

পূর্ব নির্ধারিত ঘোষণা অনুযায়ী আয়োজিত এ সমাবেশে বক্তারা পরীমনির নিঃশর্ত মুক্তির দাবি তোলেন। বক্তারা বলেন, একজন মানুষকে জামিন না দিয়ে দুবার রিমান্ডে নেওয়া হয়েছে। এমন সিদ্ধান্ত অযৌক্তিক বলে দাবি তোলেন তারা।

অতীতে অনেককেই মাদক মামলায় জামিন দেওয়া হয়েছে খুনের মামলা থেকেও মানুষ জামিন পাওয়ার অধিকার রাখে বলে তারা প্রশ্ন তোলেন, পরীমনিকেই কেন বারবার জামিন নামঞ্জুর করে রিমান্ডে নেওয়া হচ্ছে?

উল্লেখ্য, ঢাকাই সিনেমার আলোচিত অভিনেত্রী পরীমনি নিজ বাসায় র‍্যাবের অভিযানে মাদক মামলায় আটক হন। জামিনের জন্য আবেদন করলেও তা খারিজ করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। বর্তমানে তাকে রাখা হয়েছে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের কোয়ারেন্টিন সেন্টারে।

শেয়ার করুন