ডেস্ক রিপোর্ট

৫ আগস্ট ২০২১, ৪:৩৯ অপরাহ্ণ

করোনা ও উপসর্গে ৩৮ জেলায় ১৯০ জনের মৃত্যু

আপডেট টাইম : আগস্ট ৫, ২০২১ ৪:৩৯ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশের ৩৮ জেলায় ১৯০ জনের মৃত্যু হয়েছে।
গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগে করোনায় মারা গেছেন ৩৪ জন। এর মধ্যে চট্টগ্রামে ৯ জন, কুমিল্লায় ৭ জন, চাঁদপুরে ৯ জন এবং কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী ও ফেনীতে ৯ জন রয়েছেন।

এদিকে, রাজশাহী বিভাগে মারা যাওয়া ১৭ জনের মধ্যে রাজশাহীর ৬ জন, নাটোরের ৪ জন, চাঁপাইনবাবগঞ্জ ও পাবনার ৩ জন করে এবং নওগাঁর একজন রয়েছেন।

অন্যদিকে, খুলনা বিভাগে করোনায় মারা গেছে ৩৪ জন। এদের মধ্যে খুলনা ও মেহেরপুরে ৪ জন করে, যশোরে ৬ জন, কুষ্টিয়ায় ৯ জন, মাগুরা ও ঝিনাইদহে ৩ জন করে এবং বাগেরহাট, নড়াইল ও চুয়াডাঙ্গায় ৫ জনের মৃত্যু হয়।

এদিকে ময়মনসিংহ বিভাগে মারা যাওয়া ২১ জনের মধ্যে ময়মনসিংহের ১৭ জন, জামালপুরের ৩ জন এবং নেত্রকোণার একজন রয়েছেন।

সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছে ১৩ জন। এদের মধ্যে সিলেটের ১২ এবং হবিগঞ্জের ১ জন।

অন্যদিকে, বরিশাল বিভাগে করোনা ও উপসর্গে মারা গেছে ৩২ জন। এরমধ্যে বরিশাল ও বরগুনায় ৪ জন করে, ঝালকাঠি ও ভোলায় ৩ জন করে এবং পিরোজপুরের ১ জন।

এছাড়া, রংপুর বিভাগে করোনায় মারা গেছেন ১৮ জন। এদের মধ্যে রংপুরে ৭ জন, ঠাকুরগাঁওয়ে ৪ জন, দিনাজপুরে ৩ জন এবং পঞ্চগড়, লালমনিরহাট ও গাইবান্ধার ৪ জন রয়েছে।

তাছাড়া করোনা ও উপসর্গ নিয়ে ফরিদপুরে ১১ জন এবং টাঙ্গাইলে ৩ জন মারা গেছেন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১শে মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

এর আগে একই বছরের ২০শে জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি। এখন পর্যন্ত বিশ্বের ২১৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস (কোভিড-১৯)।

শেয়ার করুন