ডেস্ক রিপোর্ট

১৯ জুলাই ২০২১, ৩:৪৮ অপরাহ্ণ

‘রাজশাহীতে বিজ্ঞান আন্দোলন মঞ্চ এর খাদ্য সহায়তা বিতরণ’

আপডেট টাইম : জুলাই ১৯, ২০২১ ৩:৪৮ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: রাজশাহীতে লকডাউনে কর্মহীন মানুষের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করেছে বিজ্ঞান আন্দোলন মঞ্চ। আজ ১৯ জুলাই ২০২১ বেলা ১২ টায় নগরীর আমচত্বর এলাকায় এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন রাজশাহী ক্যান্ট. পাবলিক স্কুল এন্ড কলেজের শিক্ষক ও মঞ্চের উপদেষ্টা সামসুল ডন এবং মঞ্চের সদস্য সজিবুর রহমান প্রমুখ।

তারা বলেন, বৈশ্বিক মহামারী কোভিড-১৯ এর কারণে দেশে কঠোর লকডাউন চলছে কিন্তু এই লকডাউনে অধিকাংশ খেটে-খাওয়া শ্রমজীবী মানুষের ঘরে খাবার নেই কারণ তারা কাজ হারিয়ে কর্মহীন হয়ে পড়েছে। বিভিন্ন জরিপে বলছে করোনা দ্বিতীয় ঢেউয়ের ফলে দেশে এখন দরিদ্র মানুষের সংখ্যা প্রায় ৪৭ শতাংশ। কিন্তু বর্তমান বাজেটে করোনকালে দরিদ্র মানুষের জন্য কোনো নির্দিষ্ট বরাদ্দ নেই৷ দেশের প্রায় অর্ধেক মানুষ আজ মানবেতর জীবনযাপন করছে।

তারা আরও বলেন, আমরা বিজ্ঞান আন্দোলন মঞ্চের পক্ষ থেকে নগরীর বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছ থেকে অর্থ সংগ্রহ করে এই খাদ্য সহায়তা প্রদান করছি এবং এই কর্মসূচি অব্যাহত থাকবে। রাজশাহীর সচেতন জনগণের সহযোগিতার আহ্বান জানান তারা।

 

শেয়ার করুন