ডেস্ক রিপোর্ট

১৪ জুলাই ২০২১, ১০:৪৭ অপরাহ্ণ

কমরেড এ্যাড. জহর লাল চক্রবর্তীর মৃত্যুতে সিপিবির শোক

আপডেট টাইম : জুলাই ১৪, ২০২১ ১০:৪৭ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, ঢাকা মহানগর কমিটির সাবেক সভাপতি ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি পটুয়াখালি জেলা কমিটির সাবেক সহ-সাধারণ সম্পাদক কমরেড এ্যাড. জহর লাল চক্রবর্তীর মৃত্যুতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সভাপতি কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক কমরেড মোহাম্মদ শাহ আলম এক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করেছেন।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেছেন, কমরেড এ্যাড. জহর লাল চক্রবর্তী ছাত্র আন্দোলন এবং পরবতীতে কমিউনিস্ট আন্দোলন তথা প্রগতিশীল আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। প্রগতিশীল আন্দোলনে তাঁর ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে।

বিবৃতিতে নেতৃবৃন্দ প্রয়াতের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

উল্লেখ্য, আজ ১৪ জুলাই সন্ধ্যায় এ্যাড. জহর লাল চক্রবতী বঙ্গবন্ধু শেখ মজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে মৃত্যুবরণ করেন।

 

শেয়ার করুন