ডেস্ক রিপোর্ট
১২ জুলাই ২০২১, ৭:০২ অপরাহ্ণ
অধিকার ডেস্ক:: অভিবাসী আফগানদের আগামী তিন মাস জোরপূর্বক বহিষ্কার না করতে ইউরোপীয় দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে আফগানিস্তান।
তালেবান হামলা বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে দেশটির সরকার এ আহ্বান জানিয়েছে। খবর: বাসস।
দেশটির শরণার্থী ও পুনর্বাসন মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, বেড়ে যাওয়া তালেবান সন্ত্রাসীদের হামলা এবং করোনার তৃতীয় দফার সংক্রমণের কারণে বড় ধরনের সামাজিক ও অর্থনৈতিক অস্থিরতা তৈরি হচ্ছে।
এতে বলা হয়, এ প্রেক্ষিতে সরকারের সিদ্ধান্ত- আশ্রয় দেওয়া দেশগুলো যেন আফগান শরণার্থীদের অন্তত আগামী তিন মাস জোর করে বহিষ্কার না করে।
বিবৃতিতে আরও বলা হয়, ইউরোপ থেকে আফগানদের ফিরে আসা উদ্বেগজনক।
জাতিসংঘ শরণার্থী সংস্থার তথ্য মতে, ২০১৮ সাল থেকে আফগানিস্তানের প্রায় ২৫ লাখ রেজিস্টার্ড শরণার্থী রয়েছে যা বিশ্বের শরণার্থী জনসংখ্যার দ্বিতীয় বৃহত্তম।
এদিকে আফগানিস্তানে রোববার এক হাজারেরও বেশি লোক করোনায় আক্রান্ত হয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানায়।
মহামারী শুরুর পর এ পর্যন্ত প্রায় এক লাখ ৩৫ হাজার আফগান করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন পাঁচ হাজার সাতশ’রও বেশি।