ডেস্ক রিপোর্ট
৭ জুলাই ২০২১, ২:৩০ অপরাহ্ণ
অধিকার ডেস্ক:: কুষ্টিয়ায় বুধবার (৭ জুলাই) সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ১১ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ১০ জন কুষ্টিয়ার ওএকজন চুয়াডাঙ্গার। এদিকে একদিনে ৮০১ জনের নমুনা পরীক্ষায় ২৩৪ জনের করোনা শনাক্ত হয়েছে।
সিভিল সার্জনের কার্যালয়ের তথ্যমতে, বর্তমানে কুষ্টিয়ায় সক্রিয় করোনা রোগীর সংখ্যা তিন হাজার ১২৭ জন। তাদের মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন আছেন ২৫২ জন ও হোম আইসোলেশনে আছেন দুই হাজার ৮৭৫ জন।
আর এখন পর্যন্ত জেলায় ৬৭ হাজার ৮৩৩ জনের নমুনা পরীক্ষা হয়েছে। পরীক্ষার প্রতিবেদন পাওয়া গেছে ৬৬ হাজার ১০৬ জনের।
কুষ্টিয়ার সিভিল সার্জন ডা. এইচ এম আনোয়ারুল ইসলাম বলেন, লকডাউনের মধ্যেও সাধারণ মানুষ স্বাস্থ্যবিধি না মেনে রাস্তাঘাটে চলাচল করছেন। এতে করোনা সংক্রমণের ঝুঁকি বাড়ছে।