ডেস্ক রিপোর্ট
৫ জুলাই ২০২১, ৩:০৯ অপরাহ্ণ
অধিকার ডেস্ক:: স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম জানালেন, দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি কভিড-১৯ রোগীদের মধ্যে অর্ধেক গ্রামাঞ্চলের বাসিন্দা।
সোমবার নিজ কার্যালয়ে সাংবাদিকদের তিনি এ তথ্য দেন।
মহাপরিচালক বলেন, “৪৫টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তাদের সঙ্গে আমরা ভার্চুয়াল বৈঠক করেছি। তারা জানিয়েছেন, বেশির ভাগ রোগী গ্রাম থেকে আসছেন এবং তারা গুরুতর অবস্থায় এসে ভর্তি হচ্ছেন।”
তিনি জানান, সংক্রমিত হওয়ার পরেও অনেককে জানেন না কভিড-১৯ সম্পর্কে। তারা একে স্বাভাবিক ফ্লু বলে মনে করছেন।
আবুল বাসার আরও বলেন, এখন বর্ষার মৌসুম। অনেকেই করোনাভাইরাসে সংক্রমিত হলেও সাধারণ সর্দি–জ্বর বা কাশিতে আক্রান্ত বলে ধরে নিচ্ছেন। পরীক্ষা করাচ্ছেন না বা চিকিৎসকের পরামর্শ নিচ্ছেন না।
তিনি জানান, মাঠপর্যায়ের স্বাস্থ্যকর্মীদের গ্রামে গ্রামে মাইকিং ও বাড়ি বাড়ি রোগীর খোঁজ রাখতে বলেছেন।
এ দিকে রবিবারের সর্বশেষ ২৪ ঘণ্টার ঘোষণা অনুসারে, দেশে করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়াল ১৫ হাজার ৬৫। এদিন সর্বোচ্চ ১৫৩ জন মারা যায়। এ ছাড়া দেশে মোট শনাক্ত হয়েছে ৯ লাখ ৪৪ হাজার ৯১৭ জন রোগী।