ডেস্ক রিপোর্ট
২ জুলাই ২০২১, ৭:৩৩ অপরাহ্ণ
অধিকার ডেস্ক:: মাঠে গড়তে যাচ্ছে কোপা আমেরিকার নকআউট পর্ব। শুরুর দিনেই হাইভোল্টেজ ম্যাচ। নয়বারের চ্যাম্পিয়ন ব্রাজিলের প্রতিপক্ষ ৭ বারের চ্যাম্পিয়ন চিলি। রিও ডি জেনেরিওতে ম্যাচ শুরু হবে ভোর ৬টায়। এর আগে দিনের প্রথম ম্যাচে রাত ৩টায় পেরুর মুখোমুখি হবে প্যারাগুয়ে। নিজেদের মাঠ, চেনা কন্ডিশন সেই সাথে কোপায় ৯ বারের শ্রেষ্ঠত্ব অর্জনের অভিজ্ঞতা। কোপার ৪১তম আসরে শেষ আটের লড়াইয়ে হোস্ট ব্রাজিল, প্রতিপক্ষ চিলি।
টানা জয়েও আসতে পারে ক্লান্তি, নকআউটে পূর্ণ শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়তেই প্রায় দশদিনের বিরতির পর মাঠে নমাছে ব্রাজিলের মূল একাদশ। এই আসরে স্কোরাররা গোল বন্যায় ভাসিয়েছেন ব্রজিলকে। সেই তুলনায় অনেকটাই পিছিয়ে ক্যাপ্টেন নেইমার। তিন ম্যাচে মাত্র দুই গোল ব্রাজিল সেনসেশনের।
কোপায় ২১ বার চিলির মুখোমুখি হয়ে ১৫ বারই জয় নিয়ে মাঠ ছেড়েছে সেলেসাওরা। রিচার্লিসন ক্যাসিমিরোরা মিডফিল্ড থেকে ঠিকঠাকমত বল যোগান দিলে আরো একবার চিলি বাধা পেরিয়ে নিশ্চিত সেমিতে দেখা যাবে যাবে ব্রাজিলকে।
এদিকে, কোপায় ১৭ বার মুখোমুখি লড়াইয়ে নেমেছে পেরু ও প্যারাগুয়ে। এর মধ্যে ৭ জয় প্যরাগুয়ের। ১৯৯৯ সালে একবারের জন্য কোপার শিরোপা ঘরে তোলে প্যারাগুইয়ানরা। বিপরীতে ২০০৪ এর শেষবার মিলিয়ে মোট ৬ বার টাইটেল হোল্ডার পেরু। সব মিলিয়ে শক্তির বিচারে পেরু ভার্সেস প্যারাগুয়ের মধ্যকার দিনের প্রথম ম্যাচেও থাকছে হাই ভোল্টেজ এক্সাইটমেন্ট।