ডেস্ক রিপোর্ট

২৫ জুন ২০২১, ৪:৩৪ অপরাহ্ণ

এক ম্যাচ হাতে রেখে সিরিজ জিতে নিল ইংল্যান্ড

আপডেট টাইম : জুন ২৫, ২০২১ ৪:৩৪ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: দলীয় ৩৬ রানে ৪ উইকেট হারালেও শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৫ উইকেটে জিতেছে ইংল্যান্ড। এই জয়ে এক ম্যাচ হাতে রেখে ২-০ ব্যবধানে সিরিজ জিতে নিল ইংলিশরা।

কার্ডিফে স্বাগতিকদের দলীয় রান যখন ৪ উইকেটে ৬৯, তখন বৃষ্টির কারণে ম্যাচ সাময়িক স্থগিত থাকে। ৪০ মিনিটের বৃষ্টি বিরতির পর ফের ব্যাটিংয়ে নেমে ১১ বল হাতে রেখে ১০৩ রানের লক্ষ্য পার হয়ে যায় ইংল্যান্ড।

ম্যাচ সেরা হওয়া লিয়াম লিভিংস্টোনের অপরাজিত ২৯ রানের সুবাদে সহজে জয়ের বন্দরে পৌঁছে যায় তারা। পঞ্চম উইকেটে স্যাম বিলিংসের (২৪) সঙ্গে ৫৪ রানের জুটি গড়েন তিনি।

এর আগে টসে জিতে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১১১ রান করে শ্রীলঙ্কা। কুশল মেন্ডিসের ব্যাট থেকে আসে দলীয় সর্বোচ্চ ৩৯ রান। ইংল্যান্ডের হয়ে মার্ক উড ১৮ রান দিয়ে নেন ২ উইকেট। আদিল রশিদ ২ উইকেট নিয়েছেন ২৪ রান খরচ করে।

১১২ রানের লক্ষ্যে ব্যাট শুরু করেছিল ইয়ন মরগানের দল। কিন্তু বৃষ্টির কারণে ডার্ক লুইস পদ্ধতিতে টার্গেট দাঁড়ায় ১০৩ রানে। ৫ উইকেটে ১০৮ রান করে করে বৃষ্টি আইনে জয় তোলে নেয় ইংল্যান্ড।

ইংলিশরা তিন টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে জিতে ৮ উইকেটে।

শেয়ার করুন