ডেস্ক রিপোর্ট

২১ জুন ২০২১, ৪:১২ অপরাহ্ণ

মালয়েশিয়ায় আটক ১০২ বাংলাদেশি

আপডেট টাইম : জুন ২১, ২০২১ ৪:১২ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: মালয়েশিয়ায় আবারও অবৈধ অভিবাসীবিরোধী অভিযানে শতাধিক বাংলাদেশিকে আটক করা হয়েছে। সোমবার (২১ জুন) সকালে ১০২ জন বাংলাদেশিসহ মোট ৩০৭ জনকে আটক করেছে মালয়েশিয়ান কর্তৃপক্ষ।

মালয়েশিয়ার দি স্টার পত্রিকা খবরে জানা যায়, দেশটির সেলাঙ্গার রাজ্যের ডেঙ্গকিল শহরে একটি নির্মাণাধীন ভবনে এ অভিযান চালায় মালয়েশিয়ান পুলিশ। এ সময় বৈধ কাগজ না থাকায় ৩০৭ জনকে আটক করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে ১৯৩ জন ইন্দোনেশিয়ান, ১০২ জন বাংলাদেশি, ৮ জন মিয়ারমানের ও ৪ জন ভিয়েতনামের নাগরিক রয়েছেন।

এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগাযোগ করা হলে একজন কর্মকর্তা বলেন, আমরা বিষয়টি জেনেছি। কুয়ালালামপুরে আমাদের মিশন এ বিষয়ে কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছে।

 

শেয়ার করুন