ডেস্ক রিপোর্ট

১৫ মে ২০২১, ৯:০১ অপরাহ্ণ

গাজায় বিমান হামলায় গুড়িয়ে গেল আলজাজিরার অফিস

আপডেট টাইম : মে ১৫, ২০২১ ৯:০১ অপরাহ্ণ

শেয়ার করুন

আন্তর্জাতিক ডেস্ক:: ইসরায়েলের বিমান হামলায় ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় অবস্থিত আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরার আঞ্চলিক কার্যালয় মাটির মাথে মিশে গেছে। শনিবার (১৫ মে) গাজার প্রাণকেন্দ্রে অবস্থিত ১১ তলা বিশিষ্ট আল জালাআ ভবনটি বিমান হামলায় গুড়িয়ে দেয় ইসরায়েল বাহিনী। এই ভবনটিতে আলেজাজিরার আঞ্চলিক অফিসসহ দ্য অ্যাসোসিয়েটেড প্রেস নিউজ এজেন্সির ব্যুরো অফিস ছিল।

গাজায় আলজাজিরার প্রতিনিধি সাফাওয়াত আল খালুত জানায়, শনিবার এই ভবনটিতে হামলার একঘন্টা আগে ভবনটির এক বাসিন্দাকে ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে হামলার বিষয়ে সতর্ক করা হয়েছিল। বিমান হামলায় হতাগতে কোনো খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি।এই ভবনটি লক্ষ্য করে বিমান থেকে ৩টি মিসাইল নিক্ষেপ করা হয় বলেও তিনি জানান।

ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি সেনাবাহিনীর অব্যাহত বিমান হামলায় হতাহতসহ বিভিন্ন বিষয়ের খবর পুঙ্খানুপুঙ্খভাবে প্রচার করে আসছিল কাতারভিত্তিক ইংরেজি মাধ্যমের এই চ্যানেলটি। একারণে ইসরায়েল সরকারের রোষানলে পড়ে আলজাজিরার আঞ্চলিক এই অফিসটি।

আলজাজিরা নিজেদের কার্যালয়ে এমন হামলার খবর নিশ্চিত করেছে। নিজেদের চ্যানেলের প্রকাশিত ছবিতে দেখা যায়, ইসরায়েলের বিমান হামলার পর ভবনটি মাটির সাথে মিশে গেছে। ভবনের চারপাশধোঁয়ার কুণ্ডলীতে ছেয়ে গেছে ।

এদিকে টানা পঞ্চম দিনের মতো অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েল বিমান হামলা অব্যাহত রেখেছে। শনিবারের (১৫ মে) হামলায় আরও ১০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। ইসরায়েলি হামলা প্রতিরোধ পাল্টা ইসরায়েলের তেলআবিব লক্ষ্য করে রকেট হামলা চালিয়ে যাচ্ছে হামাস যোদ্ধারা।

শেয়ার করুন