ডেস্ক রিপোর্ট

২৭ জুলাই ২০২১, ১২:২০ অপরাহ্ণ

২৪ ঘণ্টায় কুষ্টিয়ায় আরও ১৯ জনের মৃত্যু

আপডেট টাইম : জুলাই ২৭, ২০২১ ১২:২০ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: গত ২৪ ঘণ্টায় কুষ্টিয়ার করোনা ডেডিকেটেড হাসপাতালে আরও ১৯ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে করোনায় ১৫ জন এবং উপসর্গ নিয়ে চারজন মারা গেছেন। সোমবার (২৬ জুলাই) সকাল ৮টা থেকে মঙ্গলবার (২৭ জুলাই) সকাল ৮টা পর্যন্ত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এম এ মোমেন এসব তথ্য নিশ্চিত করেছেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, ২০০ শয্যার করোনা ইউনিটে মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত রোগী ভর্তি রয়েছেন ১৮২ জন। এর মধ্যে করোনা নিয়ে ভর্তি রয়েছেন ১৪১ জন এবং ৪১ জন উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন।

এদিকে নতুন ৬৭৫ জনের নমুনা পরীক্ষা করে ২৫৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। জেলায় করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫২৩ জনে। নতুন ২৫৩ জনসহ করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৩ হাজার ৬৭৫ জন।

জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় জেলায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ৩৭ দশমিক ৪৮ শতাংশ। নতুন করে শনাক্ত হওয়া ২৫৩ জনের মধ্যে কুষ্টিয়া সদরের ৪২ জন, দৌলতপুরের ৫৫ জন, কুমারখালীর ৩৯ জন, ভেড়ামারার ৩২ জন, মিরপুরের ৬৩ জন ও খোকসার ২২ জন রয়েছেন।

এখন পর্যন্ত জেলায় ৮৩ হাজার ৯৮১ জনের নমুনা পরীক্ষার জন্য নেওয়া হয়েছে। নমুনা পরীক্ষার প্রতিবেদন পাওয়া গেছে ৭৯ হাজার ৩৭১ জনের। বর্তমানে কুষ্টিয়ায় সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৩ হাজার ৬২৯ জন। তাদের মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১৯৯ জন ও হোম আইসোলেশনে আছেন ৩ হাজার ৪৩০ জন।

শেয়ার করুন