ডেস্ক রিপোর্ট

২৫ জুলাই ২০২১, ৪:৪০ অপরাহ্ণ

স্পেনের খেলোয়াড়কে হকি স্টিক দিয়ে মাথায় বাড়ি দিলেন আর্জেন্টাইন খেলোয়াড়

আপডেট টাইম : জুলাই ২৫, ২০২১ ৪:৪০ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: দুই দিন আগে জাঁকজমক অনুষ্ঠানের মধ্য দিয়ে পর্দা উঠেছে টোকিও অলিম্পিকের। সৌহার্দ্য-সম্প্রীতির জন্য পরিচিত বিশ্বের সবচেয়ে বড় এই ক্রীড়া আসরে ইতিমধ্যে ঘটে গেছে এক অনাকাঙ্ক্ষিত ঘটনা।

হকি ম্যাচ চলাকালীন প্রতিপক্ষ স্পেনের এক খেলোয়াড়ের মাথায় হকি স্টিক দিয়ে বাড়ি মেরে বসেন এক আর্জেন্টাইন খেলোয়াড়।

শনিবার স্পেন বনাম আর্জেন্টিনার হকি ম্যাচটি শেষ হয় ১-১ সমতায়। স্পেনের খেলোয়াড় ডেভিড অ্যালেগ্রে তখন এক আর্জেন্টাইন খেলোয়াড়ের সাহায্য নিয়ে মাঠে শুয়ে স্ট্রেচ করছিলেন।

আর্জেন্টিনার খেলোয়াড় লুকাস রসি এই সময় কোত্থেকে অ্যালেগ্রের কাছে এসে চিৎকার করতে থাকেন এবং স্টিক দিয়ে মাথায় বাড়ি দিয়ে বসেন।

ম্যাচের মধ্যে দুই দল বেশ প্রফুল্লতার সঙ্গে লড়াই করেছিল। কিন্তু সতীর্থকে আক্রমণের ঘটনায় ক্ষিপ্ত হয়ে ওঠেন স্পেনের হকি তারকারা। তাদের একজন রসির গলা ধরে তাকে সেখান থেকে সরিয়ে দেন।

রসিকে শান্ত রাখার চেষ্টা করছিলেন তার আর্জেন্টাইন সতীর্থরা। কিন্তু তিনি খুবই উগ্র হয়ে উঠেছিলেন ওই সময়

শেয়ার করুন