ডেস্ক রিপোর্ট

১৯ এপ্রিল ২০২৪, ৭:৪৫ অপরাহ্ণ

সুনামগঞ্জে বোরো ধান কর্তন উৎসব-২০২৪ অনুষ্ঠিত

আপডেট টাইম : এপ্রিল ১৯, ২০২৪ ৭:৪৫ অপরাহ্ণ

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক: সুনামগঞ্জ সদর উপজেলাধীন লক্ষণশ্রী ইউনিয়নের বাহাদুরপুর এলাকার দেখার হাওরে বোরো ধান কর্তন উৎসব-২০২৪ এর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

ধান কর্তন উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় কৃষি মন্ত্রী ড. মোঃ আব্দুস শহীদ, এমপি।

অনুষ্ঠানে সুনামগঞ্জ এর জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি সভাপতি ও সুনামগঞ্জ-৩ মাননীয় সংসদ সদস্য এম. এ. মান্নান, জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি সভাপতি ও সুনামগঞ্জ-৪ মাননীয় সংসদ সদস্য ড. মোহাম্মদ সাদিক, সুনামগঞ্জ-১ মাননীয় সংসদ সদস্য রনজিত চন্দ্র সরকার, বাংলাদেশ আওয়ামীলীগ সুনামগঞ্জ জেলা শাখা সাধারণত সম্পাদক নোমান বক্ত পলিন, সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খায়রুল হুদা চপল, পানি সম্পদ মন্ত্রণালয় সচিব জনাব নামজুল আহসান, কৃষি মন্ত্রণালয় অতিরিক্ত সচিব (সচিবের রুটিন দায়িত্ব) ড. মলয় চৌধুরী।

উক্ত অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, জনাব আব্দুল্লাহ সাজ্জাদ এনডিসি, চেয়ারম্যান, বিএডিসি; জনাব বাদল চন্দ্র বিশ্বাস, মহাপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর; ড. মোঃ শাহজাহান কবীর, মহাপরিচালক, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট; ড. মির্জা মোফাজ্জল ইসলাম, মহাপরিচালক, বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটসহ অন্যান্যরা।

এর পূর্বে মাননীয় মন্ত্রী মহোদয় সমন্বিত ব্যবস্থানায় মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় ২০২৩-২৪ অর্থ বছরে উন্নয়ন সহায়তা (৭০% ভর্তুকি) প্রদানের মাধ্যমে কম্বাইন্ড হারভেস্টার বিতরণ করেন এবং বোরো ধান কর্তন করেন।

শেয়ার করুন