ডেস্ক রিপোর্ট

৭ মে ২০২১, ৪:২৬ অপরাহ্ণ

সিলেট থেকে হেফাজত নেতা সাবেক এমপি শাহীনুর পাশা গ্রেপ্তার

আপডেট টাইম : মে ৭, ২০২১ ৪:২৬ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: হেফাজত ইসলামের কেন্দ্রীয় নেতা ও সুনামগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) শাহীনুর পাশা চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার দিবাগত রাত পৌনে ১টার দিকে সিলেট নগরীর একটি মসজিদ থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি দল।

জমিয়ত উলামায়ে ইসলাম বাংলাদেশ কেন্দ্রীয় সহ-সভাপতি শাহীনুর পাশা হেফাজতের সদ্যবিলুপ্ত কমিটির কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক ছিলেন।

শাহীনুর পাশাকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেটের বিমানবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) খান মোহাম্মদ ময়নুল জাকির।

তিনি জানান, ঢাকা থেকে আসা সিআইডির একটি দল তাকে আটক করে রাতেই ঢাকায় নিয়ে যায়।

বনকলাপাড়া আব্বাসী জামে মসজিদ কমিটির সেক্রেটারি আব্দুল মুকিত অপি বলেন, গ্রেপ্তারের সময় শাহিনুর পাশা ‘ইতিকাফে’ ছিলেন। মসজিদের পাশেই তার বাসা।

শাহীনুর পাশাকে কোন মামলায় গ্রেপ্তার করা হয়েছে সেবিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।

অবশ্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঢাকা সফর ঘিরে মার্চে হেফাজতের নেতাকর্মীদের সঙ্গে ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতাকর্মী ও পুলিশের সংঘর্ষের ঘটনায় কয়েক ডজন হেফাজত নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।

শেয়ার করুন