ডেস্ক রিপোর্ট

২ জুন ২০২৩, ১২:২৬ পূর্বাহ্ণ

শিক্ষা খাতে বরাদ্দ কমিয়ে দেওয়া দুঃখজনক: জাসদ

আপডেট টাইম : জুন ২, ২০২৩ ১২:২৬ পূর্বাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক: চলতি অর্থবছরের তুলনায় প্রস্তাবিত বাজেটে (২০২৩–২৪) শিক্ষা খাতে বরাদ্দ কমিয়ে দেওয়া দুঃখজনক বলে মন্তব্য করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)। আজ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাজেটের প্রতিক্রিয়া জানাতে গিয়ে এসব কথা বলেন জাসদ সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শিরীন আখতার।

এবার দেশের জন্য মোট ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকার বাজেট প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে ৮৮ হাজার ১৬২ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।

জাসদ মনে করে, প্রস্তাবিত বাজেটের সবচেয়ে বড় চ্যালেঞ্জ বাজার সিন্ডিকেট ধ্বংস করে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখা, সীমিত ও নিম্ন আয়ের মানুষের ক্রয়ক্ষমতা ধরে রাখা, বিদ্যুৎ-গ্যাস-জ্বালানি সরবরাহ নিরবচ্ছিন্ন রাখা এবং ডলার ব্যবস্থাপনাসহ আন্তর্জাতিক লেনদেন সচল রাখা।

মুঠোফোন, পেনড্রাইভ, এসডি কার্ড, স্ক্যানার, প্রিন্টার, সিসিটিভি, ইলেকট্রনিক ও ইলেকট্রিক হোম এপ্লায়েন্স এখন আর বিলাসী দ্রব্য নয় উল্লেখ করে জাসদ বলেছে, প্রস্তাবিত বাজেটে এগুলোর দাম বৃদ্ধির প্রস্তাব ডিজিটাল বাংলাদেশ ও স্মার্ট বাংলাদেশের প্রত্যয়ের সঙ্গে সাংঘর্ষিক এবং স্ববিরোধী।

এলপি গ্যাস সিলিন্ডার, সিমেন্ট, কলম, চশমা, কাগজের দাম বৃদ্ধির প্রভাবও নিম্নবিত্ত ও মধ্যবিত্তদের ওপর পড়বে বলেও মনে করে জাসদ।

এবারের প্রস্তাবিত বাজটেকে ‘জাতীয় অর্থনীতির সক্ষমতারই পরিচায়ক’ উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করোনার সুদূরপ্রসারি অভিঘাত এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধে সৃষ্ট সংকটের মধ্যে প্রস্তাবিত বাজেটে জাতীয় অর্থনীতি ধরে রাখার প্রচেষ্টা। ২ লাখ ৫৭ হাজার ৮৮৫ কোটি টাকা ঘাটতি ধরেও ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকার বাজেট উত্থাপন জাতীয় অর্থনীতির সক্ষমতারই পরিচায়ক। প্রস্তাবিত বাজেট বাস্তবায়নে প্রশাসনিক দক্ষতা, রাষ্ট্রীয় ব্যয়ের মান ধরে রাখার জন্য সুশাসন নিশ্চিত করা, রাজস্ব আহরণের পদ্ধতি জোরদার করা, কর ও রাজস্ব ফাঁকি দেওয়া বন্ধ করা গেলে এ ঘাটতি পূরণ করা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

শেয়ার করুন