ডেস্ক রিপোর্ট

১০ জুন ২০২৩, ১২:১৭ পূর্বাহ্ণ

বাম জোট-বাম মোর্চা-বাংলাদেশ জাসদ ও ঐক্য ন্যাপের বিক্ষোভ কর্মসূচি ১২ জুন

আপডেট টাইম : জুন ১০, ২০২৩ ১২:১৭ পূর্বাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক: বাম গণতান্ত্রিক জোট, ফ্যাসিবাদবিরোধী বাম মোর্চা, বাংলাদেশ জাসদ ও ঐক্য ন্যাপ এর যুগপথ আন্দোলনের অংশ হিসেবে্ বিদ্যুতের লোডশেডিং বন্ধ, জ্বালানি সংকট নিরসন ও দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধ করার দাবিতে আগামী ১২ জুন দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে।

বিদ্যুতের লোডশেডিং বন্ধ, জ্বালানি সংকট নিরসন ও দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধ করা এবং আওয়ামী ফ্যাসিবাদী দুঃশাসন উচ্ছেদ ও জনগণের রাষ্ট্র ও সরকার প্রতিষ্ঠার দাবিতে বাম গণতান্ত্রিক জোট, ফ্যাসিবাদবিরোধী বাম মোর্চা, বাংলাদেশ জাসদ ও ঐক্য ন্যাপ যুগপথভাবে এই কর্মসূচি পালন করবে।

বাম গণতান্ত্রিক জোট কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সমন্বয়ক ও বাসদের সাধারণ সম্পাদক কমরেড বজলুর রশীদ ফিরোজ উক্ত কর্মসূচি সফল করার জন্য জোটের শরীক সকল দলের নেতা-কর্মীসহ সর্বস্তরের জনগণের প্রতি আহবান জানান।

শেয়ার করুন