ডেস্ক রিপোর্ট

১৯ নভেম্বর ২০২১, ৯:৫৩ অপরাহ্ণ

বরগুনার পাথরঘাটায় জাল টাকার মেশিনসহ ৪ জন আটক

আপডেট টাইম : নভেম্বর ১৯, ২০২১ ৯:৫৩ অপরাহ্ণ

শেয়ার করুন

বরগুনা প্রতিনিধি:: বরগুনার পাথরঘাটা থেকে জাল টাকা তৈরির মেশিনসহ চারজনকে আটক করেছে পুলিশ। এ সময় নগদ তিন হাজার টাকাও জব্দ করা হয়।

শুক্রবার (১৯ নভেম্বর) বিকেল ৪টার দিকে বামনা থানার ডৌউয়াতলা ইউনিয়নের উত্তর কাকচিড়া গ্রাম থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- পাথরঘাটা উপজেলার নিজলাঠিমারা গ্রামের সৈয়দ সুমনের ছেলে সৈয়দ মো. মামুন, ইমন ওরফে ইমরান, সৈয়দ সুমনের স্ত্রী মিনারা বেগম ও আজাহার আলী খলিফার ছেলে খালেক খলিফা।

পাথরঘাটা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার জানান, বামনা থানার উত্তর কাকচিড়ার কয়েকজন লোক তিন হাজার টাকার জাল নোটসহ মামুনকে আটক করে বামনা থানায় খবর দেন। পরে পাথরঘাটার সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার তোফায়েল সরকারের নেতৃত্বে মামুনের কথামতে পাথরঘাটা উপজেলার সদর পাথরঘাটা ইউনিয়নের নিজলাঠিমারা গ্রামের খালেক খলিফার বাড়িতে অভিযান চালিয়ে জাল টাকা তৈরির মেশিনসহ খালেক খলিফা, সৈয়দ মো. ইমন ওরফে ইমরান ও ইমনের মা মিনারা বেগমকে আটক করা হয়।

ওসি আরও বলেন, যেহেতু ঘটনাস্থল বামনা থানার মধ্যে সে কারণে আটকদের বামনা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন