ডেস্ক রিপোর্ট

১৫ জুন ২০২২, ৭:৫১ অপরাহ্ণ

কুসিক নির্বাচনে এগিয়ে আছেন সাক্কু

আপডেট টাইম : জুন ১৫, ২০২২ ৭:৫১ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে ৫৩টি কেন্দ্রের ফলে এগিয়ে রয়েছেন সাবেক মেয়র মনিরুল হক সাক্কু। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকের প্রার্থী আরফানুল হক রিফাত রয়েছেন দ্বিতীয় অবস্থানে। কেন্দ্রে প্রাথমিকভাবে ভোট গণনার পর এ ফল জানা গেছে।

বুধবার (১৫ জুন) সন্ধ্যা পৌনে ৭টা পর্যন্ত পাওয়া কেন্দ্রভিত্তিক ফলাফলে দেখা যায় ৫৩টি কেন্দ্রে টেবিল ঘড়ি প্রতীক নিয়ে মনিরুল হক সাক্কু পেয়েছেন ২৬০৬০ ভোট আর নৌকার আরফানুল হক রিফাত পেয়েছেন ২৫৩০০ ভোট।

এ ছাড়া স্বতন্ত্র আরেক প্রার্থী নিজামউদ্দিন কায়সার ঘোড়া প্রতীক নিয়ে এই ৫৩ কেন্দ্রে ১৩৩৩৬ ভোট পেয়েছেন।

তবে নির্বাচন কমিশন যে প্রক্রিয়ায় বেসরকারিভাবে ফল ঘোষণা করছে সেখানে এখন পর্যন্ত ২২টি কেন্দ্রের ফল জানা গেছে। ওই ফল অনুযায়ী নৌকা প্রতীকের রিফাত ৯৩৯৬ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। আর টেবিল ঘড়ি প্রতীকের সাক্কু ৮৯১৮ ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছেন। জেলা রিটার্নিং কর্মকর্তা শাহাদুন্নবি এ ফল ঘোষণা করেন।

এর আগে কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকেল ৪টা পর্যন্ত। নগরীর ২৭টি ওয়ার্ডের ১০৫টি কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট নেওয়া হয়। বাকি কেন্দ্রগুলোয় এখনো চলছে ভোট গণনার কাজ।

কুসিকের ২৭টি ওয়ার্ডে মোট ভোটার রয়েছেন ২ লাখ ২৯ হাজার ৯২০ জন। এদের মধ্যে ১ লাখ ১৭ হাজার ৯২ জন নারী ভোটার এবং পুরুষ ভোটার ১ লাখ ১২ হাজার ৮২৬ জন। এছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে দুজন।

শেয়ার করুন