ডেস্ক রিপোর্ট

৩ অক্টোবর ২০২১, ৬:২৬ অপরাহ্ণ

কুষ্টিয়ার দুটি মন্দিরে নির্মাণাধীন প্রতিমা ভাঙচুর

আপডেট টাইম : অক্টোবর ৩, ২০২১ ৬:২৬ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: কুষ্টিয়ার মিরপুরে এবং খোকসার পৃথক দুটি মন্দিরে নির্মাণাধীন প্রতিমা ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। রোববার (৩ অক্টোবর) সকালে প্রতিমা ভাঙচুরের বিষয়টি মন্দির কমিটির লোকজন দেখে পুলিশকে জানায়। পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

জেলা পূজা উদ্‌যাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক তুহিন চাকী জানান, শনিবার রাত ২টা পর্যন্ত প্রতিমা তৈরির কাজ চলে মিরপুর উপজেলার ছাতিয়ান ইউনিয়নের নফরকান্দির একটি মন্দিরে। পরে কারিগররা বাড়িতে চলে গেলে আবার সকালে এসে কাজ করতে গিয়ে দেখে দুর্গা, লক্ষ্মী, অসুরের প্রতিমার কিছু অংশ ভাঙচুর করা হয়েছে।

এ ছাড়া খোকসা উপজেলার আজলই মন্দিরে নির্মাণাধীন প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে।

জেলা পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট অনুপ কুমার নন্দী জানান, এ কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একই সঙ্গে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারী চক্রকে চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

ইতিপূর্বে কুষ্টিয়া শহরের আড়ুয়াপাড়া আইকা যুবসংঘের ব্যানারে নির্মাণাধীন বেশ কয়েকটি প্রতিমা ভাঙচুর করে দুর্বৃত্তরা।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মস্তফা জানান, খবর পেয়ে আমরা মন্দিরটি পরিদর্শন করেছি। ইতিমধ্যে এ ঘটনায় যারা জড়িত তাদের শনাক্তের জন্য চেষ্টা অব্যাহত রয়েছে।

শেয়ার করুন