ডেস্ক রিপোর্ট

১৩ এপ্রিল ২০২১, ৪:৪৩ অপরাহ্ণ

করোনায় আক্রান্ত হয়ে জামায়াতের সাবেক আমির মকবুল আহমাদের মৃত্যু

আপডেট টাইম : এপ্রিল ১৩, ২০২১ ৪:৪৩ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক আমির মকবুল আহমাদ করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত হয়ে মারা গেছেন।

মঙ্গলবার দুপুরে রাজধানীর ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

জামায়াতে ইসলামী এবং দলটির আমির ডা. শফিকুর রহমানের ভেরিফায়েড ফেইসবুক পেজে বিষয়টি জানানো হয়।

রাত ১০টায় ফেনীর আল জামেয়াতুল ফালাহিয়া কামিল মাদ্রাসা মাঠে ও ১১টায় নিজ বাড়ির সামনে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন করা হবে।

মকবুল আহমাদ বাড়ি ফেনী জেলার দাগনভূঞা উপজেলার পূর্ব চন্দ্রপুর মডেল ইউনিয়নের ওমরাবাদ গ্রামের তিনি জন্মগ্রহণ করেন।

মকবুল আহমাদ ২০১০ সালের ২৯ জুন থেকে ২০১৬ সালের অক্টোবর পর্যন্ত ভারপ্রাপ্ত আমির ছিলেন। ২০১৭ সাল থেকে নির্বাচিত আমিরের দায়িত্ব পান মুকবুল আহমদ। পরে ২০১৯ সালে তার স্থলে নতুন আমির নির্বাচিত হন ডা. শফিকুর রহমান।

এছাড়াও তিনি বিভিন্ন সময় জামায়াতের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, সহকারী সেক্রেটারি জেনারেল, নায়েবে আমির হিসেবে দায়িত্ব পালন করেছেন।

শেয়ার করুন