ডেস্ক রিপোর্ট

৩০ আগস্ট ২০২৩, ৬:৪৬ অপরাহ্ণ

৪ দফা দাবিতে বরিশালে ম্যাটস শিক্ষার্থীদের আন্দোলন

আপডেট টাইম : আগস্ট ৩০, ২০২৩ ৬:৪৬ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক: কর্মসংস্থান তৈরি এবং দ্রুত নিয়োগসহ চার দফা দাবিতে বরিশালে মানববন্ধন করেছে ম্যাটস শিক্ষার্থীরা। বুধবার (৩০ আগস্ট) বেলা ১১টায় বরিশাল জেনারেল হাসপাতালের সামনের সড়কে এ কর্মসূচি পালন করে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা বলেন, বঙ্গবন্ধুর হাত ধরে ১৯৭৩ সালে প্রস্তাবিত মেডিকেল অ্যাসিস্ট্যান্ট নামের মধ্যম মানের ডিপ্লোমা চিকিৎসক তৈরি করা হয়। বর্তমানে সরকারি ১১টি ম্যাটস এবং ২০০ বেসরকারি ম্যাটস-এ ডিপ্লোমা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট কোর্সটি পড়ানো হলেও নিয়োগ মেলেনি এক যুগ হয়ে গেছে। উচ্চশিক্ষার কথা বঙ্গবন্ধুর ১ম পঞ্চবার্ষিক পরিকল্পনায় থাকলেও আজও অধরা, এগুলোকে সামনে রেখে সমগ্র বাংলাদেশের ম্যাটস শিক্ষার্থীরা গত ১৬ আগস্ট থেকে ক্লাস বর্জন করছে।

পরে দেশব্যাপী আন্দোলনের অংশ হিসেবে বরিশালের ম্যাটস শিক্ষার্থীরা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেন।

অন্যদিকে শিক্ষার্থীদের আন্দোলনে একাত্মতা পোষণ করে বরিশাল সদর হাসপাতালের ইন্টার্ন ডিপ্লোমা চিকিৎসকরা কর্মবিরতির ঘোষণা দিয়েছেন। তারা ইন্টার্নশিপ বহালসহ নতুন তৈরি করা কারিকুলাম সংশোধনসহ চার দফা দাবিতে ঐকমত্য পোষণ করেন।

শেয়ার করুন