ডেস্ক রিপোর্ট
১৭ সেপ্টেম্বর ২০২৪, ১১:৩৫ অপরাহ্ণ
অধিকার ডেস্ক: ১৭ সেপ্টেম্বর মহান শিক্ষা দিবস উপলক্ষে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, চট্টগ্রাম নগর শাখার সমাবেশ বিকাল ৪ টায় নগরীর নিউমার্কেট মোড়ে অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক, ছাত্র ফ্রন্ট চট্টগ্রাম নগর শাখার সভাপতি মিরাজ উদ্দিন, স্কুল বিষয়ক সম্পাদক উম্মে হাবিবা, চারণ সাংস্কৃতিক কেন্দ্রের কেন্দ্রীয় কমিটির সদস্য আহমদ জসিম সহ অন্যান্য নেতৃবৃন্দ। সমাবেশ পরিচালনা করেন ছাত্র ফ্রন্ট, চট্টগ্রাম নগর শাখার সদস্য সৌরভ।
সমাবেশে বক্তারা বলেন, জুলাই’২৪ গণঅভ্যুত্থান এর মধ্য দিয়ে আবারও অপরিসীম আত্মত্যাগ ও সংগ্রামের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করল এদেশের ছাত্র সমাজ। ১৯৬২ সালের তৎকালীন পাকিস্তানি সামরিক জান্তা আইয়ুব সরকার গঠিত শরীফ কমিশন প্রণীত শিক্ষা সংকোচন নীতির বিরুদ্ধ লড়াইয়ে প্রাণ দিয়েছিলো মোস্তফা, বাবুল, ওয়াজিউল্লাহ সহ অসংখ্য নাম না জানা ছাত্র জনতা। তাদের আত্মত্যাগ আর ছাত্র-জনতার রুখে দাঁড়ানোর সেই গৌরবোজ্জ্বল ইতিহাস জুলাই’২৪ গণঅভ্যুত্থানে ছাত্র জনতার আন্দোলনে আবারও প্রেরণা যুগিয়েছে। টাকা যার শিক্ষা তার এই নীতিতেই চলছে আমাদের শিক্ষাব্যবস্থা। গত ৫৩ বছর ধরে যারা বাংলাদেশকে শাসন-শোষণ করেছে, বিশেষত গত ১৬ বছরের ফ্যাসিবাদী শাসনকালে তারা এই দিবসের সংগ্রামী চেতনাকে ভুলিয়ে দিতে চেয়েছে। শিক্ষাকে ব্যয়বহুল বাজারি পণ্যে পরিণত করা হয়েছে। শিক্ষার বিষয়বস্তুতে সাম্প্রদায়িক ধ্যান ধারণা যুক্ত করা হয়েছে। শিক্ষার আর্থিক দায়িত্ব রাষ্ট্র পালন না করে বেসরকারিকরণের ধারা অব্যাহত রেখেছে। শিক্ষাঙ্গনে গণতান্ত্রিক পরিবেশের আকাঙ্ক্ষায় যে ছাত্ররা বুকে বুলেট আলিঙ্গন করেছিলো সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে সন্ত্রাস, দখলদারিত কায়েম করে কারাগারে পরিণত করা হয়েছে। ভিন্ন মত, ভিন্ন চিন্তার উপর দমন-পীড়ন নিত্য ঘটনায় পরিণত করা হয়েছে। সাম্প্রতিক সময়ে সারাদেশে মন্দির, মাজারে যে ভয়াবহ সাম্প্রদায়িক হামলা হচ্ছে তা মানুষের মধ্যে উদ্বেগ আর বিভাজন এর পথ তৈরি করে করে দেওয়া হচ্ছে। সমাবেশে বক্তারা ৬২ এর লড়াই থেকে জুলাই’২৪ গণঅভ্যুত্থানে ছাত্র সমাজের একটি বৈষম্যহীন শিক্ষা ব্যবস্থার সংগ্রাম কে বেগবান করার আহ্বান জানান।