ডেস্ক রিপোর্ট

৬ আগস্ট ২০২৩, ৩:২১ অপরাহ্ণ

হেফাজতের বিলুপ্ত কমিটির সদস্যরা কেন্দ্রীয় কমিটিতে ফিরছেন

আপডেট টাইম : আগস্ট ৬, ২০২৩ ৩:২১ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক: হেফাজতে ইসলাম বাংলাদেশ ২০২০ সালে বিলুপ্ত করা কমিটির সব সদস্যকে বর্তমান কেন্দ্রীয় কমিটিতে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি পদবিন্যাসের জন্য সংগঠনের মহাসচিবকে আহ্বায়ক করে ১২ সদস্যের একটি উপকমিটি গঠন করা হয়েছে।

শনিবার ঢাকার খিলগাঁওয়ে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। পরে সংগঠনের প্রচার সম্পাদক কিফায়াতুল্লাহ আজহারীর সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে সভার সিদ্ধান্ত জানানো হয়।

২০২০ সালেরে ১৫ নভেম্বর চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসায় কাউন্সিলের মাধ্যমে কমিটি গঠন করা হয়েছিল, যা পরে বিলুপ্ত করা হয়। ওই বিলুপ্ত কমিটির সদস্যদের হেফাজতের বর্তমান কমিটিতে ফেরানো হচ্ছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক শাহ্ মুহাম্মদ ইয়াহইয়ার ইন্তেকালে পদটি শূন্য হওয়ায় বর্তমান মহাপরিচালক খলিল আহমদ কাসেমী ও আতাউল্লাহ হাফেজ্জীকে জ্যেষ্ঠ নায়েবে আমিরের পদে মনোনীত করার প্রস্তাব গৃহীত হয়। এ ছাড়া মাওলানা মামুনুল হকসহ কারাবন্দী ওলামায়ে কেরামের দ্রুত মুক্তি এবং ২০১৩ থেকে ২০২১ সাল পর্যন্ত হেফাজতে ইসলামের নেতা-কর্মীদের নামে হওয়া ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারে বারবার আশ্বাস দেওয়া সত্ত্বেও তা না হওয়ায় সভায় নেতারা উদ্বেগ প্রকাশ করেন। একই সঙ্গে অবিলম্বে সব নেতা-কর্মীর মুক্তি ও মামলা প্রত্যাহারের জন্য কার্যকর পদক্ষেপ নিতে সরকারের কাছে দাবি জানানো হয়।

সংগঠনের আমির শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন নায়েবে আমির মাওলানা আতাউল্লাহ হাফেজ্জী, মুফতি জসিম উদ্দীন, মাওলানা আইয়ুব বাবুনগরী, মাওলানা আবদুল আউয়াল ও মুফতি মোবারক উল্লাহ, মহাসচিব মাওলানা সাজেদুর রহমান, যুগ্ম মহাসচিব মাওলানা মহিউদ্দিন রাব্বানী, মাওলানা মাহমুদুল হাসান, মাওলানা জহুরুল ইসলাম ও মাওলানা আবদুল কাউয়ুম সোবহানী, সাংগঠনিক সম্পাদক মাওলানা মীর ইদ্রীস প্রমুখ।

শেয়ার করুন