ডেস্ক রিপোর্ট
১ নভেম্বর ২০২৩, ২:৪৩ অপরাহ্ণ
অধিকার ডেস্ক:: সিলেটের গোলাপগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য দিলু আহমদ জিলুকে পুলিশি হেফাজতে হত্যা ও সুনামগঞ্জ জেলা যুবদলের সভাপতি আবুল মনসুর শওকতসহ সিলেট বিভাগের বিভিন্ন জায়গায় নেতাকর্মীদের গ্রেফতারের প্রতিবাদে সিলেট বিভাগে সকাল-সন্ধ্যা হরতাল আহ্বান করে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সিলেট বিভাগ।
বুধবার (১ নভেম্বর) সকাল ৮টায় ঢাকা-সিলেট মহাসড়কের গিয়াসনগর বাজার এলাকায় হরতাল সমর্থনে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করে মৌলভীবাজার জেলা যুবদল।
বিক্ষোভ মিছিল পরবর্তী পথসভায় যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিলেট বিভাগীয় সহসভাপতি ও মৌলভীবাজার জেলা শাখার সভাপতি জাকির হোসেন উজ্জ্বলের সভাপতিত্বে বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ফয়জুল করিম ময়ুন।
তিনি বলেন, ‘যুবদল নেতা জিলুকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। শুধু যুবদল নেতা জিলু নয়, সকল হত্যাকাণ্ডের বিচার একদিন বাংলার মাটিতেই হবে। এ গণবিরোধী সরকারকে দেশের মানুষ আর চায় না। আওয়ামী লীগ গণবিচ্ছিন্ন। এদের পায়ের তলায় মাটি নেই। তাই বন্দুকের জোরে গোটা জাতিকে ভয় দেখিয়ে অবৈধ দখলদাররা ক্ষমতায় মসনদে আঁকড়ে আছে।’
নেতাকর্মীদের উদ্দেশে ময়ুন বলেন, ‘সেই দিন বেশি দূরে নয়। আমরা বিজয়ের দ্বারপ্রান্তে। কোনও ফ্যাসিস্ট সরকারই ক্ষমতায় থাকতে পারেনি। তারাও পারবে না।’
তিনি আরও বলেন, ‘বিরোধী দলের ডাকা শান্তিপূর্ণ আন্দোলন দমাতে এই ফ্যাসিস্ট সরকার গোটা জাতিকে ভয়ে ফেলার জন্য টার্গেট কিলিং চালাচ্ছে। গাড়িতে আগুন দিয়ে বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদের দমাতে চাচ্ছে। গুলি চালিয়ে নির্বিচারে হত্যা করেছে। আজকে গণতান্ত্রিক বিশ্বে এসব হত্যাকাণ্ডের বিরুদ্ধে নিন্দার ঝড় উঠছে।’