ডেস্ক রিপোর্ট

৮ আগস্ট ২০২৪, ১২:০৩ পূর্বাহ্ণ

স্বৈরাচারী ব্যবস্থা উচ্ছেদ ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার সংগ্রামকে বেগবান করুন: চারণ

আপডেট টাইম : আগস্ট ৮, ২০২৪ ১২:০৩ পূর্বাহ্ণ

শেয়ার করুন

লুটতরাজ, সাম্প্রদায়িক সহিংসতা ও মানুষ হত্যা বন্ধ কর

অধিকার ডেস্ক: চারণ সাংস্কৃতিক কেন্দ্র কেন্দ্রীয় কমিটির সভাপতি নিখিল দাস ও সাধারণ সম্পাদক জাকির হোসেন আজ ৭ আগস্ট ২০২৪ সংবাদপত্রে দেয়া একযুক্ত বিবৃতিতে সারা দেশে লুটতরাজ, সংখ্যালঘু সম্প্রদায়ের উপাসনালয়, বাড়িঘরে হামলা, ডাকাতি, সম্পদ লুণ্ঠন ও ভিন্ন মতাবলম্বীদের হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

বিবৃতিতে নেতৃবৃন্দ আরও বলেন, ছাত্র-জনতার মরণপণ লড়াইয়ে গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে। শত শত ছাত্র জনতার এই গৌরবোজ্জল সাফল্যকে ম্লান করে দিচ্ছে সমাজে ঘাপটি মেরে থাকা একদল দুর্বৃত্ত। ইতিমধ্যে বিভিন্ন রাষ্ট্রীয় স্থাপনায় হামলা-লুটপাট অগ্নিসংযোগ করা হচ্ছে। সংখ্যালঘু সম্প্রদায়ের উপাসনালয়সহ বাড়িঘরে, ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করছে, লুণ্ঠন করছে। এ ছাড়াও মুক্তিযুদ্ধসহ বিভিন্ন ঐতিহ্যবাহী ভাস্কর্য ভাঙচুর ও ভিন্ন মতাবলম্বীদের বাড়িঘরে অগ্নিসংযোগ করছে, হত্যা করছে। এটি কোনভাবেই মেনে নেয়া যায় না। এই দুর্বৃত্ত সাম্প্রদায়িক অপশক্তির প্রতিরোধে দেশবাসীকে সচেতন থাকা ও সোচ্চার হওয়ার জন্য ৈআহ্বান জানাচ্ছি।

বিবৃতিতে নেতৃবৃন্দ আরও বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যে লড়াইয়ের সূচনা করেছিলো তার প্রাথমিক বিজয় হিসেবে স্বৈরাচারের পতন হয়েছে, কিন্তু স্বৈরতান্ত্রিক ব্যবস্থা এখনো উচ্ছেদ হয়নি। সুতরাং সর্বক্ষেত্রে বৈষম্যের অবসানে লক্ষ্যে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার সংগ্রাম অব্যাহত রাখতে ছাত্র-জনতার প্রতি আহ্বান জানান নেতৃবৃন্দ।

শেয়ার করুন