ডেস্ক রিপোর্ট
৭ সেপ্টেম্বর ২০২৩, ১১:০৯ অপরাহ্ণ
অধিকার ডেস্ক: পাকিস্তানের বিপক্ষে সুপার ফোরের প্রথম ম্যাচে হার। লাহোরে সেই ম্যাচ শেষ করে আবার শ্রীলঙ্কায় বাংলাদেশ দল। আজ বৃহস্পতিবার বাংলাদেশ সময় বিকেল ৫টা ২০ মিনিটে কলম্বোয় পা রেখেছে টাইগাররা।
বিমানবন্দর থেকে সরাসরি টিম হোটেলে গেছে সাকিব আল হাসানের দল। আজ তারা বিশ্রাম নেবেন। আগামীকাল (শুক্রবার) অনুশীলনে নামবে টিম বাংলাদেশ।
সুপার ফোরে বাংলাদেশের পরবর্তী ম্যাচ স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে। ৯ সেপ্টেম্বর এই ম্যাচটি হবে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে।
এশিয়া কাপের ফাইনাল উঠতে হলে এই ম্যাচটি জয়ের বিকল্প নেই টাইগারদের। হারলে কার্যত বিদায় নিশ্চিত হয়ে যাবে।