ডেস্ক রিপোর্ট

১৯ সেপ্টেম্বর ২০২৩, ৫:০৯ অপরাহ্ণ

সীতারাম সার্বজনীন পূজা কমিটির সভাপতি নান্টু, সম্পাদক উজ্জ্বল

আপডেট টাইম : সেপ্টেম্বর ১৯, ২০২৩ ৫:০৯ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক: চতুর্দশতম বর্ষে পদার্পণ করেছে সীতারাম সার্বজনীন পূজা কমিটি। আসন্ন সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজা পালন উপলক্ষে সিলেট নগরীর গোটাটিকর,কৃষ্ণপুর (কিষণপুর)২৭নং ওয়ার্ড এ সীতারাম সার্বজনীন পূজা উদযাপন কমিটি গঠন করে পূজার শেষ প্রস্তুতি চলছে।

সীতারাম কমিটি এই বছর নান্টু কুমার ঘোষকে সভাপতি, উজ্জ্বল রঞ্জন চন্দকে সাধারণ সম্পাদক, সৌরভ দেবকে কোষাধ্যক্ষ,শান্ত কর্মকারকে সাংগঠনিক সম্পাদক এবং সাংবাদিক উত্তম কাব্যকে প্রচার সম্পাদক করে ১০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা করেছে।

এরই মধ্যে সীতারাম সার্বজনীন পূজা কমিটির শারদীয় দুর্গা পূজার কার্যক্রম শুরু করেছে।

কমিটির ৮ম বারেরমত নির্বাচিত সাধারণ সম্পাদক উজ্জ্বল রঞ্জন চন্দ জানান, ‘ইতিমধ্যে আমাদের পূজা কমিটির কার্যক্রম শুরু হয়ে গেছে।১৪তম বর্ষে পদার্পণ উপলক্ষে নানা রকম পরিকল্পনা সাজানো হয়েছে ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকবে”।

প্রচার সম্পাদক সাংবাদিক উত্তম কাব্য বলেন,’এই বছর আমরা ১৪ বছরে পদার্পণ করলাম।সবার সহযোগিতায় এই দ্বারা অব্যাহত থাকবে এটা আশা রাখি”।

কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক সবাইকে পূজায় আমন্ত্রণ জানান।

শেয়ার করুন