ডেস্ক রিপোর্ট
২৯ অক্টোবর ২০২৩, ৬:৩১ অপরাহ্ণ
অধিকার ডেস্ক: সিলেটে মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুল কাইয়ুম জালালী পংকীসহ আট নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। রোববার (২৯ অক্টোবর) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের উপ-কমিশনার আজবাহার আলী শেখ।
আটকদের মধ্যে আরও দুজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- সিলেট মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুল কাইয়ুম জালালী পংকী, সিলেট জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক জুয়েল আহমদ ও দক্ষিণ সুরমা উপজেলা যুবদলের নেতা মোহাম্মদ আব্বাস। অপরদের নাম-পরিচয় জানা যায়নি।
সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ বলেন, আব্দুল কাইয়ুম জালালী পংকীকে রোববার দুপুরে নগরের ভাতালিয়াস্থ নিজ বাসা থেকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে থানায় মামলা আছে।
রোববার সকাল থেকে সিলেটে বিচ্ছিন্ন ঘটনার মধ্য দিয়ে হরতাল পালিত হয়েছে। সকাল ৮টার পর থেকে বিভিন্ন স্থানে ঝটিকা বিক্ষোভ করেছেন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সঙ্গে জামায়াত-শিবিরের নেতাকর্মীরাও ছিলেন। তারা ভাঙচুর করছেন যানবাহন। পুলিশের দিকে ছুঁড়েছেন ইট-পাটকেল। তবে পুলিশও তাদের ঠেকাতে কঠোরভাবে মাঠে আছে। যে স্থানেই বিএনপি-জামায়াত নেতাকর্মীরা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছেন সেখানেই উপস্থিত হয়ে টিয়ার সেল ও রাবার বুলেট নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দিচ্ছে তাদের।
হরতালের কারণে সিলেট-ঢাকা মহাসড়ক যানশূন্য হয়ে পড়েছে। নিরাপত্তার অজুহাতে পরিবহন শ্রমিকরাও বেলা ১১টা থেকে বাস চলাচল বন্ধ রেখেছেন। সিলেট থেকে ছেড়ে যায়নি দূরপাল্লার বাস। আঞ্চলিক সড়কগুলোতেও চলছে না গণপরিহন। এতে জরুরি প্রয়োজনে ঘর থেকে বের হওয়া লোকজন পড়েছেন বিপাকে। অনেকেই হেঁটে যান গন্তব্যে।
হরতালের সার্বিক পরিস্থিতি নিয়ে সিলেট মহানগর পুলিশের (এসএমপি) কমিশনার মো. ইলিয়াস শরীফ বলেন, সিলেটের জনগণের সার্বিক নিরাপত্তায় পুলিশ মাঠে আছে। হরতালকে কেন্দ্র করে কেউ নাশকতার চেষ্টা করলে তাদের কঠোরভাবে দমন করা হবে। ভোর থেকে আমাদের মোবাইল টিম, সিআরটি ও সাদা পোশাকে একাধিক টিম মাঠে আছে। প্রস্তুত আছে পুলিশের সাজোয়া যান।