ডেস্ক রিপোর্ট

৬ সেপ্টেম্বর ২০২৪, ৯:৪৬ অপরাহ্ণ

সারা দেশে একযোগে জাতীয় সংগীত: ‘অস্তিত্ব রক্ষার’ প্রতিরোধ

আপডেট টাইম : সেপ্টেম্বর ৬, ২০২৪ ৯:৪৬ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক: মুক্তিযুদ্ধ, জাতীয় পতাকা, জাতীয় সংগীতসহ দেশের আপামর জনগণের প্রাণের সব বিষয় নিয়ে ‘ষড়যন্ত্র না করার’ বার্তা নিয়ে দেশজুড়ে একই সময়ে একসঙ্গে জাতীয় সংগীত গাওয়ার কর্মসূচি পালন করেছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী। শুক্রবার (৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় এ আয়োজনে উত্তোলন করা হয় জাতীয় পতাকা। জাতীয় সংগীতের পাশাপাশি দেশাত্মবোধক গানও গেয়েছেন শিল্পীরা।

কেন্দ্রীয়ভাবে অনুষ্ঠানটির আয়োজন করা হয় জাতীয় প্রেসক্লাবের বিপরীতে। ‘জাতীয় সংগীত নিয়ে ষড়যন্ত্র রুখে দাঁড়াও পথে নামো, কণ্ঠে ধরো— আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি’ ব্যানারে দাঁড়িয়েই তারা গান গেয়ে এ প্রতিবাদ জানান। উদীচীর কর্মীদের পাশাপাশি অংশ নেয় কেন্দ্রীয় খেলাঘর আসরসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন।

কর্মসূচির শুরুতেই সংক্ষিপ্ত বক্তব্য দেন উদীচী কেন্দ্রীয় সংসদের সভাপতি অধ্যাপক বদিউর রহমান। এ সময় তিনি বলেন, ‘জাতীয় পতাকা, জাতীয় সংগীত কারও দানে পাওয়া নয়। এটা আমরা অর্জন করেছি ৩০ লাখ শহীদের রক্ত আর ২ লাখ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে। আজ উদীচী সারা দেশে জাতীয় পতাকা উত্তোলন এবং জাতীয় সংগীত পরিবেশন কর্মসূচি পালন করছে। প্রয়োজন হলে অন্য সাংস্কৃতিক সংগঠন বা ব্যক্তিকে একত্রিত করে বৃহত্তর কর্মসূচির ডাক দেবে।’

কেন্দ্রীয়ভাবে রাজধানীতে আয়োজন ছাড়াও রাজশাহী, বগুড়া, খুলনা, ময়মনসিংহ, চট্টগ্রাম, যশোর, সুনামগঞ্জ, নরসিংদীসহ দেশের বেশিরভাগ জেলায় উদীচীর উদ্যোগে উন্মুক্ত স্থানে জাতীয় পতাকা উত্তোলন এবং জাতীয় সংগীত পরিবেশন কর্মসূচি পালন করা হয়।

এর আগে গত মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) এক সংবাদ সম্মেলনে বাংলাদেশের জাতীয় সংগীতকে ‘স্বাধীনতার অস্তিত্বের পরিপন্থি’ মন্তব্য করে পরিবর্তনের দাবি জানান জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযমের ছেলে সাবেক ব্রিগেডিয়ার আবদুল্লাহিল আমান আযমী। এরপর শুরু হয় আলোচনা-সমালোচনা। এরই পরিপ্রেক্ষিতে আজ শুক্রবার সকালে একযোগে সারা দেশে সম্মিলিত কণ্ঠে জাতীয় সংগীত ‘আমার সোনার বাংলা ’গাওয়ার কর্মসূচি নেয় উদীচী।

বগুড়া
জাতীয় সংগীত নিয়ে হীন চক্রান্তের প্রতিবাদ ও এর সাথে জড়িতদের রুখে দেওয়ার প্রত্যয়ে শুক্রবার সকালে বগুড়ার ঐতিহাসিক সাতমাথায় ‘সমস্বরে জাতীয় সংগীত’ পরিবেশিত হয়েছে।

উদীচী শিল্পীগোষ্ঠী বগুড়া জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহমুদুস সোবহান মিন্নুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহীদুর রহমান বিপ্লবের সঞ্চালনায় কর্মসূচিতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), সাম্যবাদী আন্দোলন, জাসদ, কৃষক সমিতিসহ নানা সংগঠন অংশ নেয়।

চট্টগ্রাম
জাতীয় সংগীত পরিবর্তনের দাবিকে ষড়যন্ত্র হিসেবে চিহ্নিত করে একযোগে গেয়ে প্রতিবাদ জানিয়েছে চট্টগ্রামের মানুষ। নগরীর চেরাগী পাহাড় মোড়ে শুক্রবার বিকাল ৫টায় ‘সমবেত কণ্ঠে জাতীয় সংগীত’ কর্মসূচিতে অংশ নেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। কেন্দ্রের সঙ্গে সময় মিলিয়ে গেয়ে ওঠে ‘আমার সোনার বাংলা’।

রাজশাহী
এদিকে উদীচী রাজশাহী জেলা সংসদের আয়োজনে জাতীয় সংগীত নিয়ে ষড়যন্ত্র, রুখে দাঁড়াও, পথে নামো, কণ্ঠে ধরো “আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি” ব্যানার নিয়ে শুক্রবার (৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে সমবেত কণ্ঠে জাতীয় সংগীত গেয়েছেন শিল্পীরা।

ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি জানিয়েছেন, জাতীয় সংগীতের বিরুদ্ধে সকল ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন ও জাতীয় সংগীত পরিবেশন করেছেন, উদীচী শিল্প গোষ্ঠীর শিল্পীরাসহ সুশীল সমাজের প্রতিনিধিরা। সকাল ১০টার ব্রাহ্মণবাড়িয়া শহরের পৌর মার্কেটের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন চলাকালে বাঙালির হৃদয়ের মর্মস্পর্শী জাতীয় সংগীত পরিবেশন করা হয়।

মানববন্ধনে উদীচী শিল্পগোষ্ঠী ব্রাহ্মণবাড়িয়া সংসদের সভাপতি জহিরুল ইসলাম চৌধুরী স্বপন বলেন, আমাদের সংবিধানের স্পষ্ট বলা আছে জাতীয় সংগীত পরিবর্তন করা যাবে না। এই গানের মধ্যে আবেগ আছে ভালোবাসা আছে, দরদ আছে, দেশপ্রেম আছে। একাত্তরে মুক্তিযুদ্ধ থেকে শুরু করে বৈষম্যবিরোধী যে ছাত্র আন্দোলন ২০২৪ পর্যন্ত সব গণতান্ত্রিক আন্দোলনে আমাদের শ্রদ্ধা আছে। ভালোবাসা আছে।

রাঙামাটি
‘পথে নেমে কণ্ঠে ধরো- আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি’ এই স্লোগানকে সামনে রেখে জাতীয় সংগীত নিয়ে ষড়যন্ত্র রুখে দিতে সমবেত কণ্ঠে জাতীয় সংগীত গাইলেন বাংলাদেশে উদীচী শিল্পীগোষ্ঠী রাঙামাটি জেলা সাংসদ। সকালে রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সমবেত কণ্ঠে জাতীয় সংগীত গাওয়ার কর্মসূচি পালন করা হয়।

ঠাকুরগাঁও
জাতীয় সংগীত নিয়ে ষড়যন্ত্র প্রতিহত করার লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে উন্মুক্তস্থানে জাতীয় পতাকা উত্তোলন ও সম্মিলিতভাবে জাতীয় সংগীত পরিবেশন কর্মসূচি পালন করা হয়েছে। এসময় আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন উদীচীর জেলা সভাপতি সেতারা বেগম।

অনুষ্ঠানে সংস্কৃতিকর্মী মাসুদ আহমেদ সুবর্ণ বলেন, ‘ছাত্র-জনতার মহান গণ-আন্দোলনে রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে মহান মুক্তিযুদ্ধ, জাতীয় পতাকা, জাতীয় সংগীতসহ এ দেশের সর্বস্তরের জনসাধারণের প্রাণের সব বিষয় নিয়ে নানা ধরনের ষড়যন্ত্র দেখা যাচ্ছে। তাই এই হীন চক্রান্তের প্রতিবাদ এবং এর সঙ্গে জড়িতদের রুখে দেওয়ার প্রত্যয় নিয়ে আমরা একসঙ্গে গাইছি আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি।

যশোর
এ কর্মসূচির অংশ হিসেবে সংগঠনের যশোর শাখার নেতৃবৃন্দ শুক্রবার সকাল ১০ টার দিকে শহরের ঈদগাহ মোড়ে আইনজীবী ভবনের সামনে সমবেত হয়। জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচি শুরু হয়। উদীচী যশোর জেলা ও উপজেলা শাখা পর্যায়ের শিল্পী-কর্মীসহ সাধারণ মানুষ একসঙ্গে গেয়ে ওঠেন জাতীয় সংগীত।

ফরিদপুর
উদীচী শিল্পীগোষ্ঠীর জেলার কর্মীরা সকাল ১০টায় ফরিদপুর প্রেস ক্লাবের সামনে মুজিব সড়কে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে কর্মসূচি পালন করে।

এতে উদীচীর জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুল মোতালেবের সভাপতিত্বে এবং শাহাদাত শাওনের সঞ্চালনায় এ সময় বক্তব্য দেন, হোসনেয়ারা খানম, এমদাদ মিয়া, অধ্যাপকা শিপ্রা রায়, আবু সুফিয়ান চৌধুরী কুশল, আনোয়ারা বেগম, আজাদ আবুল কালাম, শাহ জাহাঙ্গীর লুৎফুন্নাহার লতা।

সভায় বক্তারা বলেন, এ দেশের জাতীয় সংগীত নিয়ে কোনও অপপ্রচার সহ্য করা হবে না। আর তাই সব অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে দলমত নির্বিশেষে মাঠে নামার আহ্বান করা হয়।

শেয়ার করুন