ডেস্ক রিপোর্ট

২১ আগস্ট ২০২৪, ৫:২৬ অপরাহ্ণ

সাবেক সংসদ সদস্য বদিকে কারাগারে প্রেরণ

আপডেট টাইম : আগস্ট ২১, ২০২৪ ৫:২৬ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক: কক্সবাজারের সাবেক সংসদ সদস্য (এমপি) আবদুর রহমান বদিকে কারাগারে প্রেরণ করেছেন আদালত।

বুধবার (২১ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে কক্সবাজার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক হামিমুম ক্লান্তি রায় তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে গতকাল একটি হত্যাচেষ্টা মামলায় চট্টগ্রাম থেকে তাকে গ্রেপ্তার করে র‍্যাব। পরে আজ বিকেল ৩টার দিকে কঠোর নিরাপত্তায় তাকে আদালতে আনা হয়। এ সময় বাদীপক্ষ ১৫ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন। তবে বদি অসুস্থতার কথা জানালে চার্জ ওয়ারেন্ট মূলে কারাগারে প্রেরণ করেন আদালত।

শেয়ার করুন