ডেস্ক রিপোর্ট

৭ আগস্ট ২০২৩, ১১:১০ অপরাহ্ণ

সাইবার নিরাপত্তা আইন যেন ভিন্নমত দমনের হাতিয়ার না হয়: জি এম কাদের

আপডেট টাইম : আগস্ট ৭, ২০২৩ ১১:১০ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক : জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও সংসদে বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের (জি এম কাদের) বলেছেন, ডিজিটাল নিরাপত্তা আইনের বদলে সরকার নতুন যে সাইবার নিরাপত্তা আইন করবে, সেটি যেন ভিন্নমত দমনের হাতিয়ার না হয়। সাইবার নিরাপত্তা আইন গণমাধ্যমের কণ্ঠ রোধ করলে তাঁরা তা মেনে নেবেন না।

আজ সোমবার বিকেলে গণমাধ্যমে বিবৃতি পাঠিয়ে জি এম কাদের এসব কথা বলেছেন।

বিতর্কিত ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার। আজ মন্ত্রিসভার বৈঠকে আইনটি বাতিলের নীতিগত অনুমোদন হয়। ডিজিটাল নিরাপত্তা আইনের বদলে সরকার এখন ‘সাইবার নিরাপত্তা আইন ২০২৩’ করবে বলেও সিদ্ধান্ত হয়েছে।

ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের সিদ্ধান্ত নেওয়ায় সরকারকে ধন্যবাদ জানান জি এম কাদের। তিনি তাঁর বিবৃতিতে বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনটি আরও আগেই বাতিল করা উচিত ছিল।

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘ডিজিটাল নিরাপত্তা আইনের বহু ধারা নতুন সাইবার নিরাপত্তা আইনে যুক্ত করা হবে। কিছু ধারায় বড় সংশোধনী আনা হবে।’

জাপা চেয়ারম্যান তাঁর বিবৃতিতে বলেন, সাইবার নিরাপত্তা আইন ২০২৩ প্রণয়নের ঘোষণা দিয়েছে সরকার। আইনটি যেন নিবর্তনমূলক এবং মানুষের মৌলিক ও মানবাধিকারের পরিপন্থী না হয়। আইনটি যেন ভিন্নমত দমনের হাতিয়ার না হয়। সাইবার নিরাপত্তা আইন গণমাধ্যমের কণ্ঠ রোধ করলে তাঁরা তা মেনে নেবেন না।

জি এম কাদের তাঁর বিবৃতিতে গণমানুষের অধিকার নিশ্চিত করে সাইবার নিরাপত্তা আইন প্রণয়নের দাবি জানিয়েছেন।

শেয়ার করুন