ডেস্ক রিপোর্ট

৩ নভেম্বর ২০২৩, ১০:০৬ অপরাহ্ণ

সর্বহারা পার্টি হওয়ার পথে বিএনপি: নানক

আপডেট টাইম : নভেম্বর ৩, ২০২৩ ১০:০৬ অপরাহ্ণ

শেয়ার করুন

অদিকার ডেস্ক: বিএনপিকে ‘আন্ডারগ্রাউন্ড পার্টি’ আখ্যা দিয়ে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক বলেছেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা মাঠে রয়েছে বলেই বিএনপি-জামায়াত সন্ত্রাসীরা রাজধানীসহ কোথাও সুবিধা করতে পারছে না। তাই তারা চোরাগোপ্তা হামলা করে। বিএনপি এখন সর্বহারা পার্টির দিকে যাচ্ছে।

বৃহস্পতিবার রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউর সেচ ভবন মিলনায়তনে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের প্রতিনিধি সভায় জাহাঙ্গীর কবির নানক এসব কথা বলেন।

তিনি বলেন, আগের দিনে সর্বহারা পার্টি, কিছু আন্ডারগ্রাউন্ড পার্টি চোরাগোপ্তা হামলা চালাত। বিএনপিও এখন সেদিকে যাচ্ছে। বিএনপি মৃত্যুর দিকে এগিয়ে গেছে। হারিয়ে যাওয়ার পথে রয়েছে। তাদের হারিয়ে যেতেই হবে।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সমালোচনা করে নানক বলেন, মির্জা ফখরুল বলেছিলেন তারা শান্তিপূর্ণ সমাবেশ করবেন। দেশের মানুষ সাক্ষী রয়েছে, গত ২৮ অক্টোবর তারা কী পৈশাচিকভাবে পুলিশ, দায়িত্বরত সাংবাদিক এবং আওয়ামী লীগের নেতাকর্মীর ওপরও হামলা চালিয়েছে। শুধু তাই নয়, বিএনপির সমাবেশ থেকে আওয়ামী লীগের নেতাকর্মীর গাড়িতে আগুন দিয়েছে।

আগামী নির্বাচন পর্যন্ত নেতাকর্মীকে মাঠে থাকার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের এই নেতা বলেন, আগামী ৪ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জনসভায় ১০ লাখ লোক জমায়েত করতেই হবে।

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমানের সভাপতিত্বে প্রতিনিধি সভায় আরও বক্তব্য দেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, মহানগর উত্তরের সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি এবং মহানগর নেতারা।

শেয়ার করুন