ডেস্ক রিপোর্ট
২৩ আগস্ট ২০২৩, ১১:৪৩ অপরাহ্ণ
অধিকার ডেস্ক: বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, যে সরকার এক পিঁয়াজের বাজারই নিয়ন্ত্রণ করতে পারেনা, সেই সরকার কিভাবে দেশ চালাবে! তিনি বলেন, গত ক’মাস ধরে পিঁয়াজসহ খাদ্যপণ্য নিয়ে যে নৈরাজ্য চলছে তাতেই বোঝা যায় দেশে আসলে সরকারের কার্যকরিতা বলতে কিছু নেই।তা নাহলে ভারতে পিঁয়াজ রপ্তানিতে শুল্কবৃদ্ধির সিদ্ধান্তে কয়েক মিনিটের মধ্যে কিভাবে বাংলাদেশের খুচরা বাজারে কেজিপ্রতি ২৫/৩০ টাকা দাম বৃদ্ধি পায়।তিনি ক্ষোভের সাথে উল্লেখ করেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ে ধারাবাহিক ভাবে যে চূড়ান্ত স্বেচ্ছাচারীতা চলছে তা রীতিমতো অবিশ্বাস্য ও অকল্পনীয়।
তিনি বলেন, ইউক্রেন – রাশিয়ার যুদ্ধের কথা সরকার পরোক্ষভাবে মুনাফাখোর ব্যবসায়ীদেরকে মদদ যুগিয়ে আসছে।এই অসৎ সিন্ডিকেট ব্যবসায়ীদের দৌরাত্মে মানুষ আজ খুবই অসহায়।
তিনি জনগণের প্রতি দায়িত্বহীন সরকারকে বিদায় দেয়া ছাড়া এই মুনাফাখোর এই সিন্ডিকেটকেও বিদায় দেয়া যাবেনা।
তিনি বলেন, বিরোধী দলসমূহের আন্দোলন মোকাবেলা করতে যেয়ে সরকারের সব ক্ষমতা নিঃশ্বেষপ্রায়। বাজার বা মানুষের জীবন – জীবিকার দিকে তাদের আর মনোযোগ নেই।দেশ ও জনগণকে তাই তারা এখন আল্লারওয়াস্তে ছেড়ে দিয়েছে।
তিনি দেশ ও জনগণকে রক্ষায় চলমান গণসংগ্রাম – গণআন্দোলন আরও জোরদার করার আহবান জানান।তিনি বিরোধীদের উপর সরকারের দমন – নিপীড়ন, গ্রেফতার ও রাষ্ট্রীয় সন্ত্রাসের প্রতিবাদে এবং সরকার ও শাসনব্যবস্থা পরিবর্তনের ১ দফা দাবি আদায়ে আগামী ২৫ আগস্ট বিকেলে শাহবাগে গণতন্ত্র মঞ্চের সমাবেশ ও গণমিছিল সফল করার জন্য জনগণের প্রতি আহবান জানান।
আজ বিকালে সেগুনবাগিচায় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত পার্টির ঢাকা মহানগর কমিটির সম্পাদকমন্ডলীর সভায় তিনি এই আহবান জানান।
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ঢাকা মহানগর কমিটির সভাপতি মীর মোফাজ্জল হোসেন মোশতাকের সভাপতিত্বে অনুষ্ঠিত এই উপস্থিত ছিলেন পার্টির রাজনৈতিক পরিষদের সসদস্য আকবর খান, কমিটির সম্পাদক আবুল কালাম আজাদ, মীর রেজাউল আলম, সালাউদ্দিন আহমেদ, মোহাম্মদ রিয়েল, উসমান গণি প্রমুখ।