ডেস্ক রিপোর্ট

৩ নভেম্বর ২০২৩, ১০:৪৫ অপরাহ্ণ

সরকার পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি

আপডেট টাইম : নভেম্বর ৩, ২০২৩ ১০:৪৫ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক: ফ্যাসিবাদী সরকার পদত্যাগ করে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন, দেশকে সংঘাত-সংঘর্ষ থেকে মুক্তি এবং নারীর অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার দাবিতে আজ ৩ নভেম্বর ২০২৩ বিকাল ৪ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করবেন সমাজতান্ত্রিক মহিলা ফোরাম এর কেন্দ্রীয় সভাপতি প্রকৌশলী শম্পা বসু। বক্তব্য রাখবেন সমাজতান্ত্রিক মহিলা ফোরাম এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এ্যাড. দিলরূবা নূরী।

সমাবেশ পরিচালনা করেন সমাজতান্ত্রিক মহিলা ফোরাম কেন্দ্রীয় দপ্তর সম্পাদক রুখশানা আফরোজ আশা।

সমাবেশে নেতৃবৃন্দ বলেন, ‘বর্তমান আওয়ামী সরকারের চরম ফ্যাসিবাদী দুঃশাসনে দেশ আজ গভীর সংকটে নিমজ্জিত। সরকার ব্যবসায়ী সিন্ডিকেটদের উপর কোন নিয়ন্ত্রণ রাখতে না পারায় নিত্যপণ্যের দাম আকাশছোঁয়া, যা মানুষের জীবনে নাভিশ^াস তুলেছে। দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধ এবং দলীয় সরকার পদত্যাগ করে নির্দলীয় তদারকি সরকার গঠন করে নির্বাচন দেয়া আজ সময়ের দাবি।

নেতৃবৃন্দ বলেন, সরকার জনগণের অধিকারের তোয়াক্কা না করে একের পর এক গণবিরোধী সিদ্ধান্ত নিয়েই যাচ্ছে। যখন দাবি উঠেছে সংসদ ভেঙে দেয়ার, নির্বাচন কমিশন বাতিলের, তখন তাদের দলীয় সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠিত করার সিদ্ধান্তে অটল থেকে জনগণকে অস্থিতিশীল পরিস্থিতির মুখে ঠেলে দিয়েছে। রাজনৈতিক দলগুলোর কর্মসূূিচতে বাধা প্রদান, গণগ্রেফতার, হয়রানি, মানুষ হত্যা, শ্রমিকদের ন্যায্য মজুরির দাবি মেনে না নিয়ে বরং শ্রমিক হত্যার মত ঘটনা ঘটিয়েও ক্ষমতায় টিকে থাকার ষড়যন্ত্র করছে।’

নেতৃবৃন্দ অবিলম্বে জনদাবী মেনে নিয়ে সংসদ ভেঙে দিয়ে নির্দলীয় তদারকি সরকারের অধীনে নির্বাচনের দাবি জানান।

শেয়ার করুন