ডেস্ক রিপোর্ট

২১ মে ২০২৩, ১২:৩৩ পূর্বাহ্ণ

সমাজতান্ত্রিকশ্রমিক ফ্রন্টের নেতৃত্বে রাজেকুজ্জামান রতন-বুলবুল

আপডেট টাইম : মে ২১, ২০২৩ ১২:৩৩ পূর্বাহ্ণ

শেয়ার করুন

সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের কেন্দ্রীয় সভাপতি হয়েছেন কমরেড রাজেকুজ্জামান রতন এবং সাধারণ সম্পাদক হয়েছেন আহসান হাবিব বুলবুল। শুক্রবার (১৯ মে ২০২৩) বিকাল ৩ টায় কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গনে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের তৃতীয় কেন্দ্রীয় সম্মেলনের সমাবেশ ২০২৩-২৫ মেয়াদে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের কেন্দ্রীয় কমিটি পরিচয় করে দেন বাসদের কেন্দ্রীয় উপদেষ্টা কমরেড খালেকুজ্জামান।

নবনির্বাচিত অন্য নেতৃবৃন্দ হলেন সহ-সভাপতি ওসমান আলী, সহ-সভাপতি আবদুর রাজ্জাক, সহ-সভাপতি শাহজাহান তালুকদার, সহ- সম্পাদক ইমাম হোসেন খোকন, সহ- সম্পাদক নবকুমার কর্মকার, সহ- সম্পাদক জনার্দন দত্ত নান্টু, সাংগঠনিক সম্পাদক খালেকুজ্জামান লিপন, অর্থ সম্পাদক আবু নাঈম খান বিপ্লব, দপ্তর সম্পাদক সৌমিত্র কুমার দাস, প্রচার ও প্রকাশনা সম্পাদক জুলফিকার আলী, কৃষি শ্রম বিষয়ক সম্পাদক সাঈফুজ্জামান টুটুল, আইন বিষয়ক সম্পাদক এড. বিমল চন্দ্র দাস, সংস্কৃতি বিষয়ক সম্পাদক সেলিম মাহমুদ, নির্বাহী সদস্য আফজাল হোসেন, রতন মিয়া, আবু জাফর, রাহাত আহমেদ, আবুল হাসান, এস. এম. কাদির, দীপাঙ্কর ঘোষ, কিবরিয়া হোসেন, কহিনুর আক্তার কণা, ও শ্যামল বর্মন ।

সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের কেন্দ্রীয় কমিটি পরিচয় করিয়ে দেওয়ার আগে বিকাল ৩ টায় কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গনে সম্মেলনের উদ্বোধন করেন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের উপদেষ্টা কমরেড খালেকুজ্জামান।

উদ্বোধন ও অতিথিবরণ শেষে সভাপতি রাজেকুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনের বিশাল শ্রমিক সমাবেশে প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ সাধারণ সম্পাদক কমরেড বজলুর রশিদ ফিরোজ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভারতের ইউনাইটেড ট্রেড ইউনিয়ন কংগ্রেস এর সাধারণ সম্পাদক কমরেড অশোক ঘোঘ, সেন্টার অব ইন্ডিয়ান ট্রেড ইউনিয়নস এর জাতীয় সম্পাদক প্রশান্ত নন্দি চৌধুরী, অল ইন্ডিয়া সেন্ট্রাল কাউন্সিল ট্রেড ইউনিয়নস এর জাতীয় সম্পাদক ও পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সাধারণ সম্পাদক বাসুদেব বসু, ডাবিøউ এফ টি ইউ এর প্রেসেডিয়াম সদস্য মেসবাহ উদ্দিন আহমেদ, স্কপ যুগ্ম সমন্বয়ক আব্দুল কাদের হাওলাদার, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট এর সহ সভাপতি আব্দুর রাজ্জাক, শাহাজাহান তালুকদার, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সহসভাপতি মাহবুবুল আলম, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সঙ্ঘের সভাপতি চৌধুরী আশিকুল আলম, জাতীয় শ্রমিক ফেডারেশনের সভাপতি কামরুল আহসান, জাতীয় শ্রমিক জোট বাংলাদেশের সাথারণ সম্পাদক নঈমুল আহসান জুয়েল, গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরামের সভাপিত মোশরেফা মিশু। জার্মানীর এম.এল,পি,ডি, গেøাবাল লেবার ইউনিভার্সিটি অনলাইন একাডেমি, শ্রীলঙ্কার ইন্টার কম্পানি এমপ্লয়িজ ইউনিয়ন এবং অল নেপাল ট্রেড ইউনিয়ন ফেডারেশন প্রেরিত শুভেচ্ছা বার্তা পাঠ করেন সংগঠনের প্রচার ও প্রকাশনা সম্পাদক আবু নাঈম খান বিপ্লব, স্বাগত বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক খালেকুজ্জামান লিপন।

সমাবেশে নেতৃবৃন্দ বলেন, শ্রমিকরা জাতীয় ন্যূনতম মজুরি, গণতান্ত্রিক শ্রম আইন, কর্মক্ষেত্রের নিরাপত্তা, কর্মক্ষেত্রে দুর্ঘটনায় আজীবন আয়ের মানদন্ডে ক্ষতিপূরণসহ শ্রম অধিকার প্রতিষ্ঠার দাবিতে দীর্ঘদিন যাবত লড়াই চালিয়ে আসছে। সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট শ্রমিকদের শ্রমাধিকার প্রতিষ্ঠার এই লড়াইকে শোষণ-বৈষম্য আর নিপিড়নের সমাজ পরিবর্তনের লড়ায়ে রুপান্তরের জন্য সারাদেশে কাজ করছে।

শেয়ার করুন