ডেস্ক রিপোর্ট
১৩ আগস্ট ২০২৩, ১১:১১ অপরাহ্ণ
অধিকার ডেস্ক: সারাদেশে ডেঙ্গুর প্রকোপ বেড়েছে। হাসপাতালগুলিতে দিন দিন রোগীর সংখ্যা বাড়ছে। বারান্দায়, সিড়ির মধ্যে রোগী আশ্রয় নিচ্ছে। এহেন পরিস্থিতিতে এডিস মশার উৎসস্থল চিহ্নিতকরন ও জনগনের মধ্যে সচেনতা সৃষ্টির লক্ষ্যে কাউন্সিলর অসিত বরণ বিশ্বাস রোববার, ১৩ আগস্ট সকাল ১১.০০টা থেকে ১৫ নং ওয়ার্ডের টানবাজার, এম এম রায় রোড, পি এম রায় রোড, নিমতলা, বংশাল এলাকায় ভবনের ছাদ পরিদর্শন ও গণসংযোগ করেন।
১৫ নং ওয়ার্ড কাউন্সিলর অসিত বরণ বিশ্বাস এর নেতৃত্বে আরবান কমিউনিটি ভলান্টিয়ার ও মশক নিধন কর্মীরা উপস্থিত ছিলেন।
গণসংযোগকালে বিভিন্ন বহুতল ভবনের মাঝখানের খালি জায়গা, ভবনের পাশে স্তুপিকৃত ময়লা আবর্জনা ৩ দিনের
মধ্যে পরিস্কার করার জন্য তিনি ভবন মালিকদের পরামর্শ দেন।
কর্মসূচী চলাকালীন সময়ে কাউন্সিলর অসিত বরণ বিশ্বাস মুক্তিযোদ্ধা স্মৃতি পৌর উচ্চ বিদ্যালয় (কিন্ডার কেয়ার) স্কুলের ছাত্র ছাত্রীদের মাঝে স্কুলের হলরুমে বক্তব্য রাখেন।
এ সময় তিনি বলেন নারায়ণগঞ্জ একটি ঘনবসতিপূর্ণ এলাকা। এখন বর্ষাকাল মাঝে মাঝেই বৃষ্টি হচ্ছে। বাড়ীর আশপাশ ও বারান্দার ফুলের টবে জমে থাকা পানিতে এবং ভবনের ছাদে বৃষ্টির জমে থাকা পানিতে এডিস মশা ডিম পাড়ে। এডিস মশা কামড়ালে ডেঙ্গু জ্বরের সৃষ্টি হয়। তোমরা সবাই এ ব্যাপারে সচেতন থাকবে।
অভিভাবকদেরকে এ ব্যাপারে সচেতন করবে। জ্বর অনুভব হলে সাথে সাথে ডাক্তারের পরামর্শ নিবে। জ্বরের তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে পাতলা পায়খানা এবং বমি শুরু হলে হাসপাতালে যেতে হবে। মনে রাখবে আতঙ্ক নয় সচেতনতার
মাধ্যমেই ডেঙ্গু জ্বরের প্রকোপ থেকে রক্ষা পেতে পারি।
এ সময় স্কুলের প্রধান শিক্ষক শিখা রানী সাহা ও ১৫ নং ওয়ার্ড সচিব মোঃ আবুল কালাম উপস্থিত ছিলেন।