ডেস্ক রিপোর্ট
২৭ জানুয়ারি ২০২৪, ১২:২৮ পূর্বাহ্ণ
অধিকার ডেস্ক: দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত আসনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে বৈঠক করছেন দলটির সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
শুক্রবার (২৬ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে বৈঠকটি শুরু হয়। ঘণ্টাব্যাপী এ বৈঠক শেষ হয় সাড়ে ৭টার দিকে।
বৈঠকে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, কার্যনির্বাহী সদস্য সাহাবুদ্দিন ফরাজীসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
বৈঠকে একাদশ জাতীয় সংসদের বর্তমান কয়েক সংরক্ষিত এমপি, যুব মহিলা লীগ, মহিলা আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন। তারা সবাই সংরক্ষিত আসনে দলীয় মনোনয়নপ্রত্যাশী৷