ডেস্ক রিপোর্ট
২৬ জুন ২০২৩, ১:০৪ পূর্বাহ্ণ
অধিকার ডেস্ক : ‘ফিরব না পিছনে, আর অন্ধকারে, শব্দবিহীন শব্দের এই আঁধারে…’, সত্যিই আর ফেরা হলো না। পৃথিবীর মায়া ত্যাগ করে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন ভারতীয় গায়ক-গীতিকার, গিটারবাদক এবং সংগীতজ্ঞ তাপস বাপি দাস।
বাংলা রক ব্যান্ড মহীনের ঘোড়াগুলির প্রতিষ্ঠাতা সদস্যদের একজন ছিলেন এই মহান গায়ক। ফুসফুসের ক্যানসার তৃতীয় পর্যায়ের লড়াই শেষে অন্য সুরালোকে পাড়ি জমিয়েছেন তাপস।
বাংলা রকব্যান্ড অন্যতম এই পথিকৃতের শেষ সময়ে চিকিৎসার টাকা জোগাড় করতে পথে নেমেছিলেন শিল্পীরা। তবে শেষ রক্ষা হলো না। সত্তর দশকের জনপ্রিয় বাংলা ব্যান্ডগুলোর একটি মহীনের ঘোড়াগুলি। দলটি কলকাতার হলেও তাদের গানের প্রভাব ছড়িয়ে আছে এপার-ওপার দুই বাংলাতেই।
এদিকে তাপস বাপি দাসের চিকিৎসা সহায়তায় এগিয়ে এসেছিল মহীনের ঘোড়াগুলির বাংলাদেশি ভক্তরা। দেশের শিল্পীদের উদ্যোগে আয়োজন করার কথা ছিল ‘ভালোবাসি জ্যোৎস্নায়’ শীর্ষক কনসার্ট, যা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল আগামী ১৪ জুলাই ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে। কনসার্ট থেকে প্রাপ্ত অর্থ ব্যয় হতো তার চিকিৎসায়। কিন্তু তার আগেই না ফেরার দেশে পাড়ি জমালেন তিনি।
তার মৃত্যুতে শোকবার্তা জানিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী এক টুইট বার্তায় জানিয়েছেন এদিন তার টুইট, ‘তাপস দাসের মৃত্যুর খবরে আমি শোকস্তব্ধ। উনি বাপিদা হিসেবে পরিচিত ছিলেন। বাংলার প্রথম রক ব্যান্ড মহীনের ঘোড়াগুলির সদস্য ছিলেন উনি।’