ডেস্ক রিপোর্ট
২৭ আগস্ট ২০২১, ১১:১১ অপরাহ্ণ
অধিকার ডেস্ক:: সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি আবু নাঈম খান বিপ্লব, সাধারণ সম্পাদক সেলিম মাহমুদ ও যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম শরিফের নামে দায়েরকৃত মিথ্যা অভিযোগের নিরপেক্ষ তদন্ত ও প্রত্যাহার এবং শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ সদর উপজেলা কার্যালয়ে হামলা ও লুটপাটকারী চাঁদাবাজ-ঝুঁট সন্ত্রাসী সুমন-জাহাঙ্গীর গংদের গ্রেফতারের দাবিতে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট ঘোষিত সারাদেশের জেলা-উপজেলায় বিক্ষোভ কর্মসূচীর প্রেক্ষিতে আজ শুক্রবার বিকাল সাড়ে ৩টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট ঢাকা নগর শাখা।
শ্রমিক ফ্রন্ট ঢাকা নগর ও বোম্বে সুইটস কোম্পানি লিঃ শ্রমিক ইউনিয়নের সভাপতি রতন মিয়া’র সভাপতিত্বে এবং শ্রমিক ফ্রন্ট ঢাকা নগরের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান লিপন’র সঞ্চালনায় অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় অর্থ সম্পাদক জুলফিকার আলী, ঢাকা নগর সহসভাপতি আফজাল হোসেন, সহসম্পাদক মনির হোসেন মলি, সাংগঠনিক সম্পাদক অ্যাড ফারুক হোসেন, রুবেল মিয়া, রফিকুল ইসলাম রফিক, বাবু হাসান, তানভির আহমেদ নাঈম, আব্দুল করিম প্রমুখ।
সমাবেশে নেতৃবৃন্দ বলেন, গত ৮আগষ্ট ২০২১ সন্ধ্যায় শ্রমিক ফ্রন্টের নারায়ণগঞ্জ সদর উপজেলা কার্যালয়ে স্থানিয় ঝুঁট সন্ত্রাসী সুমন এবং জুয়াড়ী জাহাঙ্গীরের নেতৃত্বে ৩০/৪০ জন সন্ত্রাসী হামলা করে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম শরিফ এবং রিকশা চালক সংগ্রাম পরিষদের নারায়ণগঞ্জ জেলার আহবায়ক মেহেদি হাসান কে আহত করে মোবাইল-নগদ অর্থ লুট করে এবং কার্যালয়ের আসবাবপত্র ভাংচুর করে ৫০ হাজার টাকার ক্ষতি করে। ৮ আগষ্ট হামলার পরপরই ফতুল্লা থানায় সুনির্দিষ্ট আসামীদের নামে মামলা দায়ের করা হয়। কিন্তু মামলা দায়েরের ২০ দিন পরও আসামীদের গ্রেফতার করা হয়নি বরং হামলাকারী সন্ত্রাসীদের ১০ ও ১১ আগষ্ট মিথ্যা অভিযোগ দায়েরের সুযোগ দেওয়া হয়েছে। প্রশাসনের এই আচরণ আসামীদের মিথ্যা অভিযোগের অজুহাতে শ্রমিক নেতৃবৃন্দকে হয়রানীর পরিবেশ তৈরির প্রচেষ্টা বলে আশংকা করা যায়।
নেতৃবৃন্দ বলেন, শ্রমিক ফ্রন্টের নারায়ণগঞ্জ সদর উপজেলা কার্যালয়টি ঐ অঞ্চলে কর্মরত কয়েক লক্ষ পোষাক শিল্প শ্রমিকের অধিকার সুরক্ষার কেন্দ্র হয়ে উঠেছে। এই কার্যালয়টি উচ্ছেদ এবং শ্রমিক নেতাদের মারধর করে আতংক সৃষ্টির অভিপ্রায়ে পরিচালিত হামলার অপরাধকে আড়াল করতে হামলাকারী আসামীদের দিয়ে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি আবু নাঈম খান বিপ্লব, সাধারণ সম্পাদক সেলিম মাহমুদ ও যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম শরিফের নামে দুইটি মিথ্যা অভিযোগ দায়ের করা হয়েছে। এখনো ফতুল্লার গাবতলি অঞ্চলের পোষাক শিল্প শ্রমিকদের আতংক ঝুঁট সন্ত্রাসী সুমন, জুয়াড়ী জাহাঙ্গীরসহ শ্রমিক ফ্রন্ট কার্যালয়ে নেতৃবৃন্দের উপর হামলাকারী সন্ত্রাসীদের গ্রেফতার না করার নিন্দা জানিয়ে নেতৃবৃন্দ বলেন, শ্রমিক আন্দোলন কে দমন এবং শ্রমিক অধিকার কে সংকুচিত করার নতুন কৌশল হিসাবে বিভিন্ন জায়গায় শ্রমিক নেতৃবৃন্দের নামে ঝুঁট সন্ত্রাসী, ইন্ডাস্টিয়াল পুলিশ বাদি হয়ে মিথ্য মামলা দায়ের করছে।
নেতৃবৃন্দ, ঝুঁট সন্ত্রাসী সুমন, জুয়াড়ী জাহাঙ্গীরসহ শ্রমিক ফ্রন্ট কার্যালয়ে নেতৃবৃন্দের উপর হামলাকারী সন্ত্রাসীদের গ্রেফতার এবং নেতৃবৃন্দের নামে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে বলেন, মামলা -হামলা দিয়ে শ্রমিক আন্দোলন দমন করা যাবেনা।