ডেস্ক রিপোর্ট

২৭ জুলাই ২০২৩, ১০:০০ অপরাহ্ণ

শেখ হাসিনার পাশে থাকবে ৫৮ দলীয় সম্মিলিত জাতীয় জোট (ইউএনএ)

আপডেট টাইম : জুলাই ২৭, ২০২৩ ১০:০০ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক: সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা, গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত রাখা, দেশের স্থিতিশীলতা ও উন্নয়নের ধারাবাহিকতা রক্ষার ব্যাপারে সম্মিলিত জাতীয় জোট ৫৮ দলীয় ইউএনএ, ১৪ দলীয় ও মহাজোটের সঙ্গে শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

বৃহস্পতিবার (২৭ জুলাই) বিকেলে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু নিউ ইস্কাটনের বাসভবনে সম্মিলিত জাতীয় জোট ৫৮ দলীয় ইউএনএ’র মহাসচিব ডাক্তার খন্দকার মো. ইমদাদুল হক সেলিমের নেতৃত্বে জোটের শরিক দলসমূহের ১০ জন চেয়ারম্যানের প্রতিনিধির টিম সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় এ সিদ্ধান্তের কথা জানান তারা।

এ সময় উপস্থিত ছিলেন সম্মিলিত জাতীয় জোটের মুখপাত্র মাওলানা আলতাফ হোসাইন মোল্লা, সম্মিলিত জাতীয় জোটের প্রধান সমন্বয়কারী শাহ ওয়ালিউল্লাহ ফরহাদ, ডেমোক্রেটিক পিপলস পার্টি চেয়ারম্যান প্রফেসর সিদ্দিকুর রহমান, জাতীয় জনতা পার্টির চেয়ারম্যান অ্যাডভোকেট মো. মজিবুর রহমান, জাতীয় ওলামা মাশায়েখ পার্টির চেয়ারম্যান মাওলানা শরিফ হাজারী, বাংলাদেশ ইসলামিক জনতা পার্টি চেয়ারম্যান মাওলানা মো. আযহারুল ইসলাম, গ্রামীণ কল্যাণ পার্টির চেয়ারম্যান মোহাম্মদ হায়দার আলী ও ইসলামিক সমাজতান্ত্রিক পার্টির চেয়ারম্যান মাওলানা মুফতি কমরেড তালিবুল ইসলাম।

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, ১৪ দল সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে তাদেরকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

শেয়ার করুন