ডেস্ক রিপোর্ট
১৩ আগস্ট ২০২৩, ১০:৪০ অপরাহ্ণ
অধিকার ডেস্ক :: ২৭ নং ওয়ার্ডের ঐতিহ্যবাহী শিববাড়ী মন্দিরের “শ্রী শ্রী সর্বানন্দ গ্রীবা মহাপীঠ” এর নতুন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে।
গত ১১ই অগাস্ট শুক্রবার সর্বসম্মতিক্রমের সিদ্ধান্তে দীর্ঘ নয় বছর পর নতুন কমিটি গঠন করা হয়েছে।
এত সভাপতি করা হয়েছে যশোদা রঞ্জন দেব যশোকে, সাধারণ সম্পাদক করা হয়েছে পিনাক করকে ও অর্থ সম্পাদক করা হয়েছে ময়না করকে। পরে এই নব গঠিত কমিটিকে পরে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য বলা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন সাবেক সাধারণ সম্পাদক বিপ্লব কান্দি দে মাধব, সাবেক সভাপতি, ঝন্টু দেব প্রদীপ দে, অজিত দত্ত ,সুকুমার চন্দ, বিনেশ কর দুলু, রণদীর দেব রনা, মানিক লাল ধর,তুষার কান্তি দে, রূপক চৌধুরী, মনি দেব, বুসন দাস, উজ্জল রঞ্জন চন্দ্, ঝলক দেব ঝলক চৌধুরী মুন্না ঘোষ সুমন, রাহুল রায় সহ অত্র এলাকার মুরব্বিয়ান, সীতারাম সার্বজনীন পূজা কমিটি, মা আনন্দময়ী পূজা কমিটি।