ডেস্ক রিপোর্ট
১৭ সেপ্টেম্বর ২০২৩, ১২:২৮ পূর্বাহ্ণ
চট্টগ্রাম প্রতিনিধি: ১৭ সেপ্টেম্বর মহান শিক্ষা দিবসের ৬১ তম বার্ষিকীতে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, চট্টগ্রাম নগর শাখার ছাত্র সমাবেশ শনিবার, ১৬ সেপ্টেম্বর বিকাল ৪ টায় নগরের নিউমার্কেট মোড়ে অনুষ্ঠিত হয়।
ছাত্র ফ্রন্ট নগর শাখার সভাপতি মিরাজ উদ্দিন এর সভাপতিত্বে স্কুল বিষয়ক সম্পাদক উম্মে হাবিবার পরিচালনায় বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্বিবিদ্যালয়ের সাধারণ সম্পাদক ঋজু লক্ষী অবরোধ, কেন্দ্রীয় সহসভাপতি রায়হান উদ্দিন।
সমাবেশে বক্তারা বলেন, ১৯৬২ সালের ১৭ সেপ্টেম্বর স্বৈরাচার আইয়ুব খান এর প্রণীত শরিফ কমিশনের বৈষম্য মূলক শিক্ষানীতির বিরুদ্ধে এদেশের ছাত্র সমাজের রক্তে রাজপথ রঞ্জিত হয়েছিল। সেদিন পুলিশের গুলিতে শিক্ষা সংকোচন নীতির বিরুদ্ধ বাবুল, মোস্তফা, ওয়াজিওল্লা সহ নাম না জানা অনেক সাহসী তরুণ শহীদ হয়! আজকে স্বাধীন বাংলাদেশেও শাসকগোষ্ঠী সেই একই নীতিতে শিক্ষা ব্যবস্থা পরিচালনা করছে। টাকা যার শিক্ষা তার, এই নীতিতে চলছে আমাদের গোটা শিক্ষা ব্যবস্থা। বাণিজ্যিক ধারায় পরিচালিত এই ব্যবস্থায় শিক্ষা উপকরণের দাম আকাশ ছোঁয়া। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের লক্ষ লক্ষ শিক্ষার্থীরা নূন্যতম শিক্ষার গণতান্ত্রিক পরিবেশ পাচ্ছে না। মহান শিক্ষা দিবসের ইতিহাসের সংগ্রামী চেতনায় বর্তমান তরুণ প্রজন্মকে উদ্ধিপ্ত হতে হবে। শিক্ষার গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিতে শাসক গোষ্ঠীর সকল ষড়যন্ত্র এদেশের ছাত্র সমাজকে রুখে দিতে হবে।