ডেস্ক রিপোর্ট

২ অক্টোবর ২০২৪, ১১:৫৪ অপরাহ্ণ

লেবানন ও প্যালেস্টাইনে গণহত্যা বন্ধের দাবিতে বাম জোটের সমাবেশ ও বিক্ষোভ

আপডেট টাইম : অক্টোবর ২, ২০২৪ ১১:৫৪ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক: লেবানন ও প্যালেস্টাইনে গণহত্যা বন্ধ ও ইসরায়েলকে জাতিসংঘ থেকে বহিষ্কারের দাবিতে আজ ২ অক্টোবর ২০২৪ বাম গণতান্ত্রিক জোট এর উদ্যাগে বিকেল ৪:৩০টায় ঢাকার জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল হাইকোট মোড় ঘুরে পল্টন, জিরো পয়েন্ট হয়ে বায়তুল মোকাররম ঘুরে পুরানা পল্টনে এসে শেষ হয়।

বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক ও বাসদ সাধারণ সম্পাদক কমরেড বজলুর রশীদ ফিরোজের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সিপিবির সভাপতি কমরেড শাহ আলম। উপস্থিত ছিলেন বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা শিশু, বাসদ মার্কসবাদীর সমন্বয়ক মাসদু রানা, সমাজতান্ত্রিক পার্টির নির্বাহী সভাপতি আব্দুল আলী।

সমাবেশে নেতৃবৃন্দ বলেন, মার্কিনসহ সাম্রাজ্যবাদী গোষ্ঠী মধ্যপ্রাচ্যে তাদের আধিপত্য স্থাপন ও তেল সম্পদের উপর কতৃত্ব প্রতিষ্ঠার জন্য ১৯৪৮ সালে স্বাধীন ফিলিস্তিন ভূমিতে ইসরায়েল নামক একটি কৃত্রিম রাষ্ট্র স্থাপন করে। সাম্রাজ্যবাদের মদদে ইসরায়েল রাষ্ট্রটি ক্রমাগত ফিলিস্তিনিদের হত্যা ও জায়গা দখল করে মহীরুহ হয়ে উঠেছে। বর্তমানে ফিলিস্তিন জনগণ নিজভ‚মে পরবাসী। ইতিমধ্যে ইসরায়েলের প্রধানমন্ত্রী জায়েনবাদী নেতানিয়াহু সরকার ৪৮ হাজার ফিলিস্তিনিকে হত্যা করে গাজা উপত্যকা ধ্বংস করে দিয়েছে। বর্তমানে লেবাননে গণহত্যা চালাচ্ছে। বিশ্ব জনমতকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে ইঙ্গ-মার্কিন মদদে ইসরায়েল ফিলিস্তিন ও লেবাননে ক্রমাগত আক্রমণ পরিচালনা করছে। যুদ্ধবাজ ইসরাইয়েলকে থামানো দরকার। জায়নবাদী ইসরাইলকে যুদ্ধ বন্ধে জাতিসংঘ কার্যকর ভ‚মিকা রাখতে পারছে না। যুদ্ধপরাধের দায়ে এই যুদ্ধবাজ ইসরইলেয়কে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে বিচারের আওতায় আনতে হবে। জাতিসংঘ থেকে বহিষ্কার করতে হবে।

নেতৃবৃন্দ ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি উদাত্ত আহŸান জানান। ইসরায়েলের সাথে সকল সম্পর্ক ছিন্ন করা এবং লেবানন ও ফিলিস্তিনের সংগ্রামী জনগণের লড়াইকে সমর্থন করার জন্য বাংলাদেশ সরকারের প্রতিও উদাত্ত আহ্বান জানান নেতৃবৃন্দ।

সমাবেশ থেকে আগামী ৭ অক্টোবর দেশব্যাপী লেবাননে জায়নবাদি ইসরাইলের বোমা হামলা, স্থল অভিযান ও হিজবুল্লাহ নেতা নসরুল্লাহকে হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশের কর্মসূচি ঘোষণা করা হয়।

আগামীকাল থেকে বাম জোটের নতুন সমন্বয়ক কমরেড মাসুদ রানা আগামী ৩ মাসের (সেপ্টেম্বর-নভেম্বর) জন্য বাসদ (মার্কসবাদী) সমন্বয়ক কমরেড মাসুদ রানা বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় সমন্বয়কের দায়িত্ব পালন করবেন।

শেয়ার করুন