ডেস্ক রিপোর্ট

৫ সেপ্টেম্বর ২০২১, ১:২৮ অপরাহ্ণ

রাতে ব্রাজিল-আর্জেন্টিনা মহাযুদ্ধ

আপডেট টাইম : সেপ্টেম্বর ৫, ২০২১ ১:২৮ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: কাতার বিশ্বকাপের বাছাইপর্বে রাতে মুখোমুখি হচ্ছে ফুটবল বিশ্বের দুই চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল-আর্জেন্টিনা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টায়। কোপা আমেরিকার ফাইনালের পর ফের সুপার ক্লাসিকোয় মুখোমুখি এই দুই লাতিন পরাশক্তি।

শেষবারের দেখায় অবশ্য হেসেছিল আর্জেন্টিনা। কোপা আমেরিকার ফাইনালে আনহেল দি মারিয়ার একমাত্র গোলে ব্রাজিলকে তাদেরই মাঠ মারাকানায় ১-০ ব্যবধানে হারায় লস ব্লাঙ্কোসরা। ২৮ বছর পর লাতিন শ্রেষ্ঠত্বের শিরোপা উঠে লিওনেল মেসিদের হাতে।

এবারও আর্জেন্টিনাকে যেতে হচ্ছে ব্রাজিলে। তবে ভেন্যু মারাকানা নয়, সাও পাওলোর করিন্থিয়ানস অ্যারেনা। কোপা বিসর্জনের প্রতিশোধ নেওয়ার জন্য মাঠে নামবে কোচ তিতের দল।

দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে টানা সাত ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে ব্রাজিল। সমান ম্যাচে অজেয় আর্জেন্টিনাও। সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ২১ ম্যাচ অপরাজিত লিওনেল স্কালোনির শিষ্যরা। বাছাইপর্বে তিন ম্যাচে ড্র করায় ব্রাজিলের চেয়ে ৬ পয়েন্ট পিছিয়ে দুইয়ে আছে আর্জেন্টিনা।

ব্রাজিলের বিপক্ষে হারলে এবং ইকুয়েডর নিজেদের পরের ম্যাচ জয় পেলে, পয়েন্ট তালিকার দুই থেকে তিনে নেমে যাবে আর্জেন্টিনা।

শেয়ার করুন