ডেস্ক রিপোর্ট
১১ নভেম্বর ২০২৩, ১২:৫৪ পূর্বাহ্ণ
অধিকার ডেস্ক: রাঙামাটির কাপ্তাই হ্রদে একটি ট্যুরিস্ট বোটে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার (১০ নভেম্বর) দুপুরে রাঙামাটি সদরের কাইন্দারমুখ নামক এলাকার কাপ্তাই হ্রদে এ ঘটনা ঘটে। ঘটনার সময় বোটে ছয়জন পর্যটক ছিলেন বলে জানা গেছে।
ভুক্তভোগী পর্যটকরা জানান, চাঁদপুর থেকে তারা রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালিতে বেড়াতে যান। সেখান থেকে গতকাল (৯ নভেম্বর) রাঙামাটি বেড়াতে আসেন। আজ সকালে তারা ট্যুরিস্ট বোটটি নিয়ে সুবলং ঝর্ণায় বেড়াতে যাওয়ার উদ্দ্যশ্যে রওনা হলে কাইন্দারমুখ নামক স্থানে একদল সশস্ত্র সন্ত্রাসী তাদের মোবাইল ফোন কেড়ে নিয়ে তাদের বোট থেকে নামিয়ে দেয়। পরে বোটটি আগুন ধরিয়ে দেওয়া হয়।
বোটচালক গিয়াস উদ্দীন বলেন, পাঁচজন সশস্ত্র সন্ত্রাসী আমাদের বোটের পর্যটকদের মোবাইল নিয়ে নেয়। পরে ওরা আমাকে এবং বোটটি নিয়ে সামনের দিকের একটি টিলায় যায়। ওখানে আমাকে নামিয়ে দিয়ে বোটে আগুন দিয়ে দেয়। আমি সাহায্য নিয়ে পর্যটকসহ রাঙামাটি ফেরত আসি।
রাঙামাটির কোতোয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আমীন বলেন, সকালে রাঙামাটি পর্যটন ঘাট থেকে চাঁদপুর থেকে বেড়াতে আসা ছয়জনের একটি পর্যটক দল সুবলং ঝর্ণার উদ্দেশ্যে রওনা হন। তারা স্বর্গছেড়া নামক একটি রেস্টুরেন্টে পৌঁছালে পেছন দিক থেকে আরেকটি বোটে করে একদল সশস্ত্র সন্ত্রাসী এসে পর্যটকদের মোবাইল ফোন কেড়ে নেয়। পরে চালক এবং হেলপারকে সঙ্গে নিয়ে বোটটিতে করে বসন্ত নামক এলাকায় গিয়ে চালক হেলপারকে বোট থেকে নামিয়ে দেয় এবং বোটে আগুন ধরিয়ে দেয় সন্ত্রাসীরা। তবে কে বা কারা ঠিক কি কারণে এই কাজ করেছে তা এখনো স্পষ্ট নয়।
ঘটনার পরপরই আমি এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ঘটনাস্থল পরিদর্শন করেছি। প্রাথমিকভাবে ধারণা করছি, অভ্যন্তরীণ কোনো সমস্যা বা ভীতি সৃষ্টি করার জন্য এই কাজ করা হয়েছে। যারাই এই কাজ করেছে তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।